www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আদীম প্রহর

ক্ষুদ্ধ মেঘের রাগের ফসল আমি,
বজ্রপাত জানিয়ে দেয় আমার উপস্থিতি।
কবির ভাবনা আমি,
কবিতা বলে আমার কথা ।
ফসলের মাঠ আমি,
কৃষকের হাসি আমার চাওয়া।
রঙিন ফুলে ভরা শাখা আমি,
ভ্রমর জানে আমার প্রয়োজনীয়তা।
খরস্রোতা নদী আমি,
কলকল ধ্বনি আমার বয়েচলা ।
একপশলা বৃষ্টির পরের সূর্য আমি,
রংধনু আমার হাসি ।
বিলে ফোটা পদ্ম আমি,
আমায় দোলা দেয় জলের ঢেউ ।
আমি এক আদীম প্রহর,
যার প্রতিক্ষায় বসে আছে কেউ ।


রচনাকালঃ ২৯ জানুয়ারি ২০১৮ খ্রিষ্টাব্দ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast