www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি ফুল

একটি ফুল,
বাগান থেকে তুলে এনে খোঁপায় গুঁজি যদি,
পদ্মরাঙা অধর ছূঁয়ে,
নীল নয়নের অতল তলে স্বপন খুঁজি যদি,
বুকের কারায় বন্দী করে,
পরশ-মাতাল আবেগ ভরে,
সুখের শান্ত সিন্ধুজলে হৃদয় ভাসাই যদি,
নীল নয়নের এক ইশারায়,
ভরবে কি গো জোয়ার ধারায়,
খরতাপে শুকিয়ে যাওয়া বুকের শীর্ণ নদী?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ২৬/১০/২০১৪
    চমৎকার... খুব সুন্দর প্রকাশ করেছেন...
  • অল্প কথায় সুন্দর প্রকাশ। ভালো লাগলো। আর ধন্যবাদ তাদের কে যারা চুল ছেড়া বিশ্লেষন করলেন।
    • মোহাম্মদ তারেক ২৬/১০/২০১৪
      শুভেচ্ছা রইল কবি....অকৃত্রিম বন্ধুত্বের বহিঃপ্রকাশ করেছেন যারা কবিতাটির দিক নিয়ে আলোচনা করেছেন। পথচলায় এমনই ক' টা হাত প্রয়োজন।
  • খুব ভাল হয়েছে। পড়তে পেড়ো ধন্য কবি।।।।।।
  • ১ম এর চেয়ে শেষ স্তবকগুলো সম্পূর্ণ মনে হয়েছে। ১ম স্তবকে যদি পদ্মরাঙা অধর ছুঁয়ে এর পর একই মাত্রা আর অনুপ্রাসে আরেকটা লাইন থাকতো তবে কবিতার ব্যকরণে এটি আরও অনন্য হতো।কবিতার ভাবটি অসাধারণ, এতটা ভালোবাসার অভিব্যক্তি! মুগ্ধ হওয়ার মতো। নীল নয়নের ইশারায় খরতাপে শুকিয়ে যাওয়া বুকের শীর্ণ নদীতে প্রবহমান জোয়ার। অনেক উন্নত কবিতারই প্রকাশ এটি। অভিনন্দন কবি।
    • মোহাম্মদ তারেক ২৬/১০/২০১৪
      কৃতজ্ঞতা জানালাম কবি..
    • অনিরুদ্ধ বুলবুল ২৬/১০/২০১৪
      হা কবি, আমারো তা ই মনে হয়েছে যেমন;
      পদ্মরাঙা অধর ছূঁয়ে
      নধর গঙ্গায় মন ডুবিয়ে... (এমন কিছু)
      নীল নয়নের অতল তলে স্বপন খুঁজি যদি...

      সর্বোপরি; কাব্য রচনায় কবি নিজে সম্রাট। তিনি তাঁর সমাজ্যকে কেমন দেখবেন তা একান্তই তাঁর নিজস্ব।
      • মোহাম্মদ তারেক ২৬/১০/২০১৪
        ধন্যবাদ কবিবর,,, লেখাটিকে ইচ্ছে ছিল বর্তমান আঙ্গিকেই লেখার, তাই গুনাগুন বিচার না করেই লিখে ফেলেছি। গঙ্গা-সিন্ধু এক মোহনায় করে লিখার অভিপ্রায় আছে, দোয়া কামনা করছি।
  • সুরজিৎ সী ২৬/১০/২০১৪
    খুবই ভালো লাগলো।
  • স্বপন শর্মা ২৫/১০/২০১৪
    অসাধারন হয়েছে, কবি ভালো থাকবেন
 
Quantcast