www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিলাসী মন

ঘুম কেড়েছে নিঝুম রাতে হাসনা হেনার গন্ধ
চাঁদের কিরণ চুমছে মাটি, হাওয়ার বুকে ছন্দ,
একলা ঘরে কাটাই বেলা এমন মোহন রাতে
রূপ বিলাসী মনকে ভুলাই দুচোখ রেখে বন্ধ।
জারুল পাতার গায়ে বসে জােসনা তুমুল হাসে
উজল নিশি বিভােল রূপে ষোল কলায় ভাসে,
সোনার খাড়ু হাওয়ার পায়ে, ঝরা পাতার দেশে
বেড়ায় নেচে ঝুমুর তালে অবোধ্য উল্লাসে,
রাতজাগা-চর মিশায় স্বর ঝুমঝুম সেই গানে
তন্দ্রা ঘোরে অবশ হৃদয় বাহির পানে টানে
ঘর ছেড়ে আজ যেতে নারি, ভেতর-বাহির দ্বন্ধ
রূপ বিলাসী মনকে ভুলাই দুচোখ রেখে বন্ধ।
খোলা মাঠের বুকের বসন উঠে দুলে দুলে
বিরাট আকাশ রয় তাকিয়ে শুন্যতা তার ভুলে,
পলক হারা চাহনি তার, ঘুম-ভোলা সে চোখে
হাজার তারার ঝিলিক জ্বলে ঝলমলে আলোকে
আবেগী ক্ষণ শোনায় গীতি পরম মমতায়
ঘাসের চাদর বিছিয়ে ধরা ডাকছে কাছে আয়,
শুনতে না পাই বধির হলাম দুচোখ নেশায় অন্ধ
রূপ বিলাসী মনকে ভুলাই দুচোখ রেখে বন্ধ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাহ
  • পিয়ালী দত্ত ০৮/১০/২০১৪
    সুন্দর
  • ভাল লাগলো । কিন্তু প্রচুর বানান ভুল । বানান গুলো একটু দেখে নিবেন ।
    • মোহাম্মদ তারেক ০৯/১০/২০১৪
      অনেক ধন্যবাদ বন্ধুসুলভ মন্তব্যের জন্য..ভুল গুলো ধরিয়ে দিলে উপকৃত হতাম কবিবন্ধু.....ভাল থাকবেন।
      • কেঁড়েছে > কেড়েছে
        জোসনা > জ্যোৎস্না
        উজল > উজ্জ্বল/উজাল
        দ্বন্ধ > দন্দ্ব
        • মোহাম্মদ তারেক ০৯/১০/২০১৪
          ধন্যবাদ কবিবন্ধু, কেঁড়েছে> কেড়েছে...শুধরে দিলাম। "জোসনা, জোছনা, জোৎস্না" এবং "উজল, উজ্জ্বল" সমার্থক শব্দ। 'দ্বন্ধ' শব্দটিতেও ভুল খূঁজে পেলামনা। আন্তরিক অভিনন্দন রইল।
          • উজ্জ্বলএর সমার্থক শব্দ হল উজাল আপনি চাইলি বাংলা একাডেমীর ব্যভারিক বাংলা অভিধান দেখতে পারেন।
            দ্বন্ধ বলে বাংলায় কোন শব্দ আছে বলে আমার যানা নেই শব্দটা মনে হয় দ্বন্দ্ব । দয়া করে বন্ধু কিছু মনে করবেন না ।
            জোসনা বলেও কোন শব্দ আছে বলে আমার জানা নেই । জোছনা ঠিক আছে কিন্তু জোসনা টা বোধ হয় ঠিক না ।
            আমি শুধু আমার মতামতটা দিলাম ।
  • সুন্দর হয়েছে।
 
Quantcast