www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এ শহর পরিত্যাক্ত

এ শহর এখন পরিত্যক্ত হয়ে গেছে ,
পচন ধরেছে ওর সারা শরীর জুড়ে
কংক্রিটের ভীড়ে স্বপ্নরা পড়ে আছে ৷

জীবনের মতো জীবন হেঁটে চলেছে ,
আঁধারের পাশ দিয়ে রাত্রির গহীনে
দম লাগানো মেশিনের মতো করে ৷

এই শহর এখন বসবাসের অযোগ্য ,
যেমন বাতাসে বেড়েছে শিশার ঘনত্ব
তেমনি মানুষের মনে বেড়েছে পুরুত্ব ৷

মিথ্যে কথার এ মেকি শহরের পথে ,
মুখোশের ভীড়েও কিছু মানুষ থাকে
নিয়ে যাবো তাদের শহর থেকে দুরে ৷

ফিরতে চাইনা আর এ শহরের ঘরে ,
নীরব কান্না যেখানে ঝরে ঝরে পরে
উঁচু উঁচু অট্টালিকার শিশার ওপারে ৷

এ শহর এখন পরিত্যক্ত হয়ে গেছে ,
আশাগুলো বন্দী শহরের চৌকাঠে
আর স্বপ্নগুলো বন্ধ ঘরের সিলিংয়ে ৷

ভালোবাসার অক্সিজেন শূন্য শহরে ,
ভালো মনের বড়'ই অভাব পড়েছে
মন সেও মন খোঁজে শরীরের ভাঁজে ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ০৫/০১/২০১৮
    খুব ভালো লাগলো।ধন্যবাদ
  • সাঁঝের তারা ০৩/০১/২০১৮
    বেশ সুন্দর
  • এন আই পারভেজ ০৩/০১/২০১৮
    অনেক অনেক ভাল হয়েছে।
  • আব্দুল হক ০৩/০১/২০১৮
    সত্য বলেছেন , ধন্যবাদ!
  • সোহাগ রায় ০২/০১/২০১৮
    আপনার লেখা গুলো সব সময়ই দারুন লাগে
  • পরিত্যাক্ত শহরেই আমাদেশ বাস।
 
Quantcast