www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতাকে স্বাধীন করো

ফেলানী তুই হারিয়ে গেলি কাঁটাতারে
বিশ্বজিৎএর রক্তও নেই রাস্তার উপরে
বৃষ্টিতে তনু হত্যার আলামত ধুয়ে গেছে
এখন বল আন্দোলন করবো কি দিয়ে ?
সাগর রুনির আলামতও মাটি খেয়েছে
এনিয়েও আন্দোলনতো শেষ হয়ে গেছে ,
অথচ মেঘ আজও বাবা,মাকেই খোঁজে
ভীষণ যন্ত্রণার পাশ দিয়েই সে চলছে ৷
রানা প্লাজার ধ্বসের অনেক দিন হয়েছে
অথচ সেই রানা বহাল তবিয়তেই আছে ,
কিন্তু সে দুঃসহ স্মৃতি বহন করতে হচ্ছে
নিহত আর আহতদের পরিবারগুলোকে ৷
বর্ষবরণে নির্যাতীতা মেয়ে কেমন আছে ,
সেই বখাটেদের বিচার কি আদৌও হবে ?
কেউ খবর রাখো খাদিজা কেমন আছে ?
ধর্ষিতা পূর্ণিমাকে ক'জনের মনে আছে
আত্মবিশ্বাসে সে কিন্তু ঘুরে দাড়িয়েছে,
তবে আমি আন্দোলন করবো কি করে?
নিহত দীপনের বাবার কথা কানে বাজে
শুভবোধ জাগুক সমাজ ও মানুষের মধ্যে
ব্লগারদের হত্যার মহোৎসবও থেমে গেছে
তবে আমি আন্দোলন করবো কি করে?
ব্যানার-ফেস্টুনে মানব বন্ধন করে করে
ক্ষোভগুলো আর কতোদিন রাখবে পুষে?
একটা অান্দোলন গড়ে তুলি তারচেয়ে
স্বাধীনতাকেই আজ স্বাধীন করতে হবে ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast