www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তিলোত্তমা

আজ খুব পুড়ে মরতে ইচ্ছে করছে  
তোমার রূপের শীতল আগুনে।
আজ খুব জ্বলে ছাই হতে ইচ্ছে করছে
তোমার রূপের জ্বলন্ত অঙ্গারে।

আকাশের বিজলির মত তোমার রূপ নিয়ে
বিজলির চাবুক হয়ে স্বজোড়ে  
আছরে পর আমার বুকে।
উত্তাল সমুদ্রের মত তোমার ভরা যৌবনে
নিমিষের মাঝে আমায় ডুবিয়ে দাও  
তোমার রূপের ভয়ঙ্কর চোরা স্রোতে।

কাম দেবীও আজ ঈর্শায় জ্বলে পুড়ে মরবে  
তোমার আমার কামলীলা দেখে।  
উর্বশি মেনকারাও অন্ধ হয়ে যাবে তোমার আমার
রমণ খেলায় বিজলির ঝলক দেখে।

আজ খুব মরতে ইচ্ছে করছে
তোমার মায়াবিনী রূপের চোরাবালিতে।

৪/০১/২০১৬ইং
টোলামোর,আয়ারল্যান্ড
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শিস খন্দকার ০৯/০১/২০১৬
    এমন মরতে দোষ নেই!
  • রাশেদ খাঁন ০৭/০১/২০১৬
    অসাধারন
  • জে এস সাব্বির ০৫/০১/২০১৬
    কবি বন্ধু সম্ভবত রবীন্দ্রনাথের চরম ভক্ত !! আপনার লেখার প্রশংসা করছি.....যদিও ব্যক্তিচিন্তার দিক থেকে এসব কবিতা আমার মোটেই পছন্দনীয় নয় ।
 
Quantcast