www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে খোদা

হে খোদা অসীম দয়ার দরিয়া!

আছে কী এমন মহৎ কর্ম কোন
করিয়াছি এই জনম ভরিয়া?

সদক্বে তাঁহার
দাও মাফ আজি;
তুচ্ছ যত পাপ গেছি করিয়া।

নিত্য অন্ধ,বধির সাজি,
তরিকা হইতে হেলায় সরিয়া

তরু হইতে পত্র ন্যায় ঝরিয়া
আসহায় আজ দূরে

মনের কাননে যখন সে পত্র
মৃদু মালয়ে উঠিল নড়িয়া,
হে খোদা আজ দাও মাফ মোরে!

আমি তুচ্ছ ধরণি
ফন্দিতে রোজ
বন্ধি জিবন যাপি,

আমি, রজনি গগণ
পানে হেরে খোদা
তোমারি স্মরণে কাঁপি

বড় মহাপাপি আমি!!
লয়ে এ বেদনা
যাব আজি কার দ্বার?

নত শীরে তাই
খোদা ডাকি যায়,
তোমারি নাম বারবার ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। আমিন।
  • একনিষ্ঠ অনুগত ১৩/১২/২০১৪
    মহান খোদার দরবারে অনুতপ্ততায়, ক্ষমা প্রার্থনায়, ভবিষ্য পাপ হতে বিরত থাকার অঙ্গীকারে সুন্দর এবং সাবলীল লেখা।

    অনেক ভালো লাগলো লেখাটি।।
  • ভাল লাগল। তবে, আরেকটু গোছানো হতে পারত।
  • আবিদ আল আহসান ১২/১২/২০১৪
    সুন্দর লিখেছেন
  • অনিরুদ্ধ বুলবুল ১২/১২/২০১৪
    কবিতার নাম 'মোনাজাত' হলে আরো ভাল হত কবি।
    - শুভেচ্ছা
  • শিমুদা ১২/১২/২০১৪
    ছন্দটা খুব ভাল লাগল।
 
Quantcast