www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রুদ্ধ পথ

আমি হাটতে হাটতে বড় শ্রান্ত
জীবদ্দশার গতিপথ রুদ্ধ।
সবি হাটে ভাটার টানে-
উজানকে পিছনে ফেলে।
তবু হাটি!
আমি সদা মনে করি-
জীবদ্দশা জীবিতমৃতুঃ দিব্যধামে-
পথ চলি না হেটে।
তবু হাটি!
বাস্তব হাটা যে পন্থে নাহি-
সে পন্থে হাটি বা কি করি।
তবু হাটি!
সমর যখন আসে-
তখন হাটা আরম্ভ করি।
পরে যাই-
তবু হাটি!
আমি হাটতে পারি না,
আমাকে হাটায়।
তবু হাটি!
মৃতুঃ পর্যন্ত নাকি হাটতে হবে-
ক্লান্ত লাগে!
তবু হটি!
জীবদ্দশার মায়া পরিত্যাগ করে হাটতে হবে,
পারি না।
তবু হাটি!
জীবদ্দশার শেষ আছে-
হাটার শেষ নাই।
তবু হাটি!
শেষের থেকে আরম্ভ করবে ভিন্নমত-
তবু হাটেন-
আমি হাটতে চাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast