www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অধরা

-

অধরা,
নিশিকাব্যের পঙতিতে
তোমায় আমি ধরেছি,
বড় আপন করে নিয়েছি,
দেবনা আর কোথায়ও যেতে ।
কতদিন দেখা হয়না,
জানালায় চোখ রেখে
লুকোচুরি খেলা তারাদের ।
অধরা, তুমি এলে, এবার সব হবে, সব হবে ফের ।
খোঁপায় বেঁধে দিয়ে কুসুমগুচ্ছ,
নেব চুলের ঘ্রাণ ।
তুমি শুধু একটু হেসে জুড়িয়ে দিও প্রাণ ।
ফুলের ঘ্রাণ, চুলের ঘ্রাণ মিলেমিশে একাকার
অদ্ভুত এক মাদকতায় ,
আমি ডুবে যাব প্রতিটি সন্ধ্যায় ।
হয়তোবা মন ছাড়াতে চাইবে সীমানা প্রাচীরের বাঁধা ,
অধরা, আজ রাতে আমি কৃষ্ণ হব তুমি হইও রাধা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আজ রাতে তুমি কৃষ্ন হবো তুমি রাধা লাইনটি বেশি ভালো লেগেছে। খুবই রোমান্টিক লেখা ভালো লাগলো।
  • অনিরুদ্ধ বুলবুল ০৪/১১/২০১৪
    খুবই রোমান্টিক,
    বড়ই কাঙ্ক্ষিত চাও -
    অধরা তুমি কবির স্বপ্ন পূরণ করো!
 
Quantcast