www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রঙহীন জীবন

রঙহীন জীবন
মোঃ রায়হান কাজী
------------------
ক্ষুদ্র জীবনের ত্রিসীমানায়
ধূসর হাওয়ার আনাগোনা
স্মৃতিচারণ করতে গেলেই
নেমে আসে বিষাদের ছায়া।

রঙহীন জীবনটাকে রাঙাতে,
কত স্বপ্ন দিয়েছিলো দেখা?
লেখা হয়ছে অনেক কল্পকথা,
তবুও ইচ্ছেগুলো হয় না ছোঁয়া।

চোখের নীলচে রেখার জল,
করতো কত টলমল ডায়রির পাতা?
অনেক উপন্যাস লিখতে গিয়ে,
শেষটা কেন-জানিনা হয়না লেখা?

নীল খামেতে লেখা পুরনো কবিতা,
ধূলোজমা ডায়রির অবিচ্ছেদ্য পাতা।
কোনো এক গাঙচিল বিকালবেলা?
হঠাৎ করেই সঙ্গীর সাথে হয়েছিলো দেখা।

আজগুবি কথাবার্তার কত জল্পনা,
সন্ধ্যাবাতির সাঁজে প্রদীপের শিখা।
অবুঝ মনের ভিতর ভর করেছিলো,
ভালোবাসার রঙের কতশত আল্পনা?

তারপর আবার গল্পের ইতিটানা,
দু'জন দু'দিকে গিয়ে নতুনত্ব খোঁজা,
এঁকে ছিলাম দূরন্ত ধূসর সীমারেখা,
গোধূলিলগ্নে শেষটা রাঙানো হয়নি কল্পনা।

তবুও রঙহীন জীবনের গল্পের তিক্ততা,
জমে আছে অলিখিত ডায়রির শেষপাতা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৪/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চরম বাস্তবতায় অনুপম
  • অনুপম কবিতার ভাষায় মনোমুগ্ধকর
  • মুগ্ধতা রইল!
  • ভালো।
  • শুভজিৎ বিশ্বাস ১৭/০৪/২০২৩
    খুব সুন্দর
  • ফয়জুল মহী ১৬/০৪/২০২৩
    ।সুন্দর উপস্থাপন ।
  • অভিজিৎ হালদার ১৬/০৪/২০২৩
    ভালো।
 
Quantcast