www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তারুণ্য ডেকে নাও

তারুণ্য ডেকে নাও
মোঃ রায়হান কাজী
---------------------
তারুণ্য ডেকে নাও দুর্গম এই পথে,
সকলের মন থেকে ভয় ভাঙিয়ে দাও এক হয়ে।
নিজেদের ঘরে আলো জ্বালায় চলো মশাল হাতে,
প্রদোষের পাড়াতে কালো ছায়াকে সঙ্গে করে।
মিথ্যা কথাবার্তাকে পিছনে ফেলে বিস্তৃত অঞ্চলে,
যত দুঃখ যত ভয় সত্য ভেবে দ্বারে দাঁড়িয়ে।
তোমার উজ্জীবিত আলো ছড়িয়ে দাও মানবের তরে,
থেমে যাক ওদের বুকের কাঁপন ছায়া যাক মিলিয়ো।

কত রজনী আসে যায় পূর্ব দিগন্ত জাগ্রত হয়ে,
কখনো পিছপা হয়ইনি জীবন হারানোর ভয়ে।
সেখানে মিশে গেছে কাছের পরিচয় পরিস্ফুটিত হয়ে,
চিরলাবণ্য হারিয়েছে তার নিজসত্তা দেয়ালের কাছে।
যাদের আসন ছিলো পাঠ্যশালায় জ্ঞান আহরণে,
বুকে আঁকড়ে ছিলো তারি বাসনা শয্যা মস্তিষ্কে।
পর্দা আজ সরিয়ে দাও সকল গ্লানি মুছতে,
বিশ্ব দরবারে উন্মোচিত করো আলো আনন্দের সাথে।

এই দ্বারে তোমার রূপ বৈচিত্র্য তুলে ধর,
যজ্ঞের অগ্নি শিখাতে ছাই হোক নিমিষে।
জীবনের সুখ দুঃখকে বির্সজন দিয়ে,
জ্বলে উঠুক তেজের শিখায় দীপ্ত হয়ে সম্মুখে।
আপন যে ছিলো আপনার পর হয়ে রক্ত রাঙিয়ে,
সবি ঢাকা ছিলো মোটা পর্দার আড়ালে নিস্তব্ধে।
সাহস সঞ্চার করে লঙ্ঘন করবো জীর্ণতাকে,
ছিনিয়ে আনবোই বিজয় উল্লাস তারুণ্যের বুকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এম এম হোসেন ১৪/০৩/২০২১
    nice
  • cute...
  • সাখাওয়াত হোসেন ০১/০৩/২০২১
    অসাধারণ রচনাশৈলী
  • খুব সুন্দর আহ্বান
  • অতুলণীয় শব্দের খেলা।
  • চমৎকার লেখনী। ❤️
  • অসাধারণ
  • ফয়জুল মহী ২৮/০২/২০২১
    দারুণ ভাবনা
 
Quantcast