www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

না বলা কথা

না বলা কথা
মোঃ রায়হান কাজী
--------------------
তুমি আর আমি ভিন্ন দৃষ্টিকোণ থেকে,
আমার সমস্ত ভাবনাগুলো যখন তোমাকে নিয়ে।
আত্মাকে স্পর্শ করে স্বতঃস্ফূর্ত ভাবে,
উচ্চারিত ধ্বনির সাথে ভরদুপুরে।

বিক্ষোভের মাঝে প্রেমের যুদ্ধে বলেছিল বালক,
সবকিছু জিতে নেবো ভালোবাসা দিয়ে।
যতোই থাকি দূর প্রান্তের ধারে,
আমি দাঁড়াবো তোমার কাছে এসে৷

হাত বাড়িয়ে কখনো হয়নি ছুঁয়া তোকে,
মন বাড়িয়ে ছুঁই বারবার এক কে দুই করে।
অপরিচিতা তুমি আসবে যখন আমার কাছে,
উদাসীন গাছপালার মতো করে আমি যাবো হকচকিয়ে।

তুমি যখন এসে দাঁড়াবে আমার সামনে,
অপেক্ষাকৃত হৃৎপিন্ডের কম্পন তোমাকে ছোঁবে।
সূর্য অস্ত যাবার আগে চঞলতাকে আগলে রেখে,
লুকোচুরি খেলা খেলবো তুমি আমি একসাথে।

একটি কাজ করি শুন আজ আমি বলবো দূর থেকে,
তুমি শুধু শুনবে আমার কথা হৃৎপিন্ড দিয়ে।
না জেনে ভালোবেসেছি তুকে,
এখনো হয়ে ওঠেনি সে কথা বলা তোমাকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর শোভনীয়।
  • দারুণ
  • ফয়জুল মহী ২৬/০৬/২০২০
    মুগ্ধকর কথায় সাজানো নিপুণ চয়ন I
  • অনেক ভালো লাগলো!
 
Quantcast