www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্নে জননীকে

এইতো সেই মধুময় ঠোঁটদ্বয়;
যা হতে ঝরে পড়তো সুরের মুর্ছনা
জীবনটা ফুরিয়ে যাচ্ছে এবড়ো-থেবড়ো ভাবে,
আমি শুনি তার আপনার শেষ কান্না।


সরু ঠোঁটদ্বয়, তার একান্ত নিজস্ব মৃদুহাসি, আমি দেখি-
যেমনি বহুবার দেখেছি আমার বাল্যকালে।


দুঃস্বপ্নের কিছু শব্দ, শুধু মিথ্যা, কেনো? তাহা কেউ জানেনা।
তবে ফুরায়নি আমার শিশুত্ব। আমি শিশু, চির শিশু-
তার কাছে।
দেখি দু'টি সুপ্রসন্ন প্রিয় চোখ,
শৈল্পিকতায় কাছে টানে মোরে; মৃত্যুহীনভাবে।
শিল্পীর বহু সময়ে গড়া প্রিয় মুখখানি,
যেন আমি শিশু!
উজ্জ্বল আলোয় ডাকছে সেই মধুর সুরে।
আমার বিশ্বাস-
একমাত্র স্মরণযোগ্য এইতো আমার প্রিয় জননী!
আহ্... জননী তোমায় স্বাগতম।
আমি কতো অপূ্র্ণ এখানে- তুমি হীনে।
তবুওতো জীবন প্রান্তের শেষে তোমার উজ্জ্বল মুখ,
পূর্ণ আমার স্বপ্ন সাধ।
কি করে শ্রদ্ধা জানাই তোমায়?
শুধু কিছু শৈল্পীক করুণ সংগীত-
সেইতো ভরসা।
যা খুব যত্ন করে গড়েছি; জননীহারা শিশুর জন্যে।


আমি একান্ত অনুগত থাকব, আমার একাকীত্বের কাছে নয়-
কিন্তু আনন্দের মাঝে। আমি আসতে চাই তোমার একান্ত কাছে...
এবং আমাকে শোনাবে কতো কল্পকথা। যেখানে তুমি ছিলে।
আমি থাকতে চাই সুন্দর নিস্পাপতায়;
আমি নিদ্রিত হবো- নিদ্রা হতে নিদ্রায়।


কোন্ দুঃস্বপ্নের বাস্তবতায়- যা তার একান্ত শৈল্পীক সৃষ্টি,
জননীগো আমার! যখনি আমি জেনেছি- আমি আপন মৃত,
বলো কিভাবে রই আমি- হয়ে এই আপন অশ্রুস্নাত?
কিভাবে জ্বলছে আপন মাঝে তোমারি নিজ পুত্র!
জীবনের ভ্রমন ঠিক এই কি হয়?
এক্ষুনি বলে দাও মাগো মোরে,
এক্ষুনি মাগো নাওনা কোলে তুলে-
অশ্রুসিক্ত দু'গালে পড়ুক তোমার স্নেহসিক্ত চুম্বন।
এতো অশ্রুতে যদি পার এই কান্নার দয়ায়-
নয়তো তোমার ছোট্ট শিশুর মায়ায়!


কতো তৃষ্ণার্ত আমি; জীবন সমুদ্রে শুকিয়ে হয়েছি পাথর
যদি মাগো তোমার বাহুবন্ধনে আবদ্ধ করো-
জড়াও তোমার বুকে-
এই পাথরও ক্ষয়ে যাবে; গলে যাবে বরফের মতো,
শুকিয়ে যাবে আছে যতো জীবনের ক্ষত।


মাগো, আমিতো কতো নির্ঘুম রাত্রির প্রহর গুনেছি-
তুমি খোকা বলে ডাকবে বলে।
তুমি এলে। এক্ষুনি কেনো আবার যাচ্ছ চলে...
জননীগো... জননীগো... স্বপ্ন আমার টুটে গেলো
থরথর... কাঁপছে কেমন অন্তর,
জেগে দেখি আমি সেই নিঃসঙ্গ পাথর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast