www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপেক্ষা

তুমি আসবে জানি, পৃথিবীর সব বাধা পেরিয়ে
বিশ্বাসের পালকী চড়ে এ মনের গভীরে ।
তব আজও তোমার পথ চেয়ে বসে আছি
হাজার বছর ধরে প্রতীক্ষার প্রহরে ।

কত জন আসে যায়, দোলা দেয় মম হৃদয়ের জ্বানালায়
কি করে ভুলবো বল তোমার দেয়া সব স্মৃতি
পারবনা তোমায় ছাড়া বাঁচতে ভব মাজারে ।
জানি তুমি আসবে পৃথিবীর সব বাধা পেরিয়ে
বিশ্বাসের পালকী চড়ে এ মনের গভীরে ।

তুমি আমায় ভালবাসবে নিজের মতন করে
শিশির ভেজা সবুজের উপরে, ঘোর আঁধারে ।
তুমি আমি উড়বো পৃথিবীটা দেখব ঘুরে
পাখির ডানায় চড়ে কোন এক ক্ষণে বিকালে ।
মনের অন্ত গহিন সুপ্ত স্বপ্নেরা উঁকি মারে
সাজাব তোমার জন্য ফুলের বিছানা জোছনার আলোতে ।
তুমি আসবে জানি পৃথিবীর সব বাধা পেরিয়ে
বিশ্বাসের পালকী চড়ে এ মনের গভীরে ।

মাঝে মাঝে মধ্যে রাতে মম ঘুম ভাঙ্গে তম স্বপ্ন দেখে
কত যে আপন মনে থাকো তুমি ধ্যানে-জ্ঞানে
হৃদয় উতলা তোমার প্রেমে, আছো তুমি শয়নে স্বপ্নে জাগরণে
তম শুধা ভ্রম আমি নিবে কী সখী মম সঙ্গোপনে ?
হবে প্রেম আলাপন ভাবে শুধু মম মন
তুমি আমি ঝাপ দেব স্বপ্ন সাগরে ।
তুমি আসবে জানি পৃথিবীর সব বাধা পেরিয়ে
বিশ্বাসের পালকী চড়ে এ মনের গভীরে ।

বাতাসের কানে কানে সুর চলে গানে গানে
বিষাদের নাই ভয় তুমি থাকো মনে-প্রানে
দেখা হবে তোমার সাথে কোন এক ভোরে শিশির ঘন ফুল কাননে ।
তুমি আসবে জানি পৃথিবীর সব বাধা পেরিয়ে
বিশ্বাসের পালকী চড়ে এ মনের গভীরে ।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৫৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast