www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে বন্ধু মোর

নির্মম তুমি,নির্দয় তুমি,পাষাণ তুমি হে বন্ধু মোর
আদৃত তুমি,অ-নাদৃত তুমি নির্বিকার হে জলধর।
প্রসন্ন তুমি,প্রমত্ত তুমি, অজ্ঞান তুমি হে ঘুমঘোর
অজ্ঞাত তুমি,অপূর্ণ তুমি,অনুত্সা তুমি হে বন্ধুবর।
ঋত্বিক তুমি,কিংশুক তুমি,চক্রী তুমি হে স্বয়ংবর
অনীহা তুমি,চন্ডাল তুমি,চটুল তুমি হে নিরাকার।
গম্ভীর তুমি, ঝঞ্ঝা তুমি, প্রলয় তুমি হে বরাভয়
অনিষ্ট তব সদা অভিনব তুমি অবুঝ ওগো সদাশয়।
প্রেমী তুমি,অপ্রেমী তুমি, মারণ তোমার বান্ হিংস্র
কভু শক্ত তুমি, অশক্ত তুমি,নটবর তুমি হে অসহ।
অকথ্য তুমি,অজস্র তুমি,অধরা ওগো তুমি কুহেলী
খেলার সাথী তুমি,অনমনীয় তুমি, ওগো ঋদ্ধশালী।
অনাসৃষ্টি তুমি,ত্রাসের সূত্র তুমি,কসাই হে প্রিয় বন্ধু
তুমিই সংশয়,কিনারা তুমি হে,তুমি কাল্ প্রিয় দ্বন্দ।
তুমিই কুলীন,কামিন তুমি হে,তুমি কলঙ্ক পরিত্রাণ
বিষধর তুমি হে,তুমিই প্রিয়,তমসা আলো অম্লান।
তুমিই পুরুষ,তুমি কা-পুরুষ,তুমি অজানা সংহার
তুমি ইজ্জত,তুমি অকপট,তুমিরাখো লাজ বারবার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবু সাহেদ সরকার ৩০/১১/২০১৪
    very nice.
  • মোহাম্মদ তারেক ২৬/১১/২০১৪
    তবুও সে বন্ধুই।
    ভাল লিখেছেন।
  • বাহ! অনবদ্য
 
Quantcast