www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধামাচাপাচক্র

একটা অন্যায়।
তারপর আর একটা অন্যায়...
চোখের সামনে ক্রমশঃ ঘটতেই থাকে,
প্রতিদিন প্রতি ঘন্টায়,
একের পর এক অন্যায়!


প্রথমে প্রতিবাদ করেছি...
লিখে লিখে হিসাব রেখেছি,
খাতার পর খাতা ভরেছি,
আর চিৎকার করে সবাইকে বলেছি!


কেউ কেউ শুনেছে...
অনেকেই শোনেনি, বোঝেনি, মানেনি।
প্রতিদানে এসেছে-
উপেক্ষা, অবজ্ঞা, ঠাট্টা, বিদ্রুপ, মানহানি;
তবুও হার মানতে চাইনি!


(আজ)
অতিবাহিত এক যুগ...
ঘর ভর্তি খাতার পাতার স্তুপ,
ছড়ানো ছেটানো যেন অবিরাম অসুখ।
ক্লান্ত, শান্ত, হতভম্ব, হতভাগ্য মুখ
দিশাহীন আজও, পায়নি সুখ!


মস্তিষ্ক নিউরোনের অতিমানবিকতা...
ব্যর্থতা আসার সাথে সাথে,
সযত্নে একে একে সব তার কেটেছে।
পরিশেষে পাগলের মন নেষায় মজেছে,
ধামাচাপার পাহাড় চুঁড়াতে!


সময়ের প্রতিটা বাঁকে...
সেসব নিস্তেজ; বিস্মৃত উপেক্ষিত থাকে
আহ্নিক-বার্ষিক গতির চরম প্রকোপে।
ঘৃণ্য চক্রান্ত আসে চক্রাকার পথে,
আর ইতিহাস ছাপিয়ে-
নতুন অন্যায় প্রাপ্য, নতুন রূপসাজে!




সময়: ০৩/০৬/২০২১, ১৪:০১ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ২৭/০৭/২০২১
    বাহ্ সুন্দর মননে অপরূপ ভাবনা ,
  • ভালো।
  • চমৎকার রচনাশৈলী,
    ধন্যবাদ লহ মোর।
 
Quantcast