www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফাটা ফানুস

আজ ঐতিহ্যের গর্ব-
লোক দেখানো ফানুস, ভাঁওতা।
যেখানে অলীক স্বপ্নের মত্ততা,
রোজই লিখছে রুপকথা।
সেই সোনার রাজ্যের আশায়-
ভিন্ন ভিন্ন মতের দলা
যেকোন নিয়মে পাকিয়েই পথ চলা।
দুর্বার উন্নয়নের জয়ধারায়
নিষ্পাপ রংও আজ পায়নি রেহাই,
তাকে একঘরে করে রেখে
স্বার্থান্ধ-ক্ষমতালোভী রাজপুত্ররা
চিৎকার করে স্বাধিকারের দাবিতে;
ছুরি চালায়, হয় ভাগ-বাঁটোয়ারা।
তবুও তাঁরাই জীবপ্রেমী-
কারন গরীবের ব্যথার কথা
লেখার কালি নেই, তাই বাস্তবতা
লড়াই শেষে প্রতিবন্ধী, গোঙায় বাকি জীবনটা।


ঝাপ্সা চোখের সাথে, অশ্রুহাসি
রোমন্থন করে পাতা উল্টায়, রাশি রাশি
ইতিহাসের (গল্প) কথা-
যার প্রতি অক্ষর রক্তে লেখা।



সময়:২৪/০৯/২০১৬, ১০:২৪ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ১৩/০৯/২০১৭
    চমৎকার
  • বেশ!
  • খুব ভালো।
  • সাঁঝের তারা ১২/০৯/২০১৭
    অপূর্ব
    • কে. পাল ১৩/০৯/২০১৭
      ধন্যবাদ
      পাশে থাকবেন
 
Quantcast