www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুধসাগর

প্রজামঙ্গলকারী, ন্যায়পরায়ণ বীর রাজা
আজ নজরবন্দী, সিংহাসনচ্যুত।
ক্ষমতালোভী বেইমান মিত্রের সাজা
ভোগ করছে ব্যাথা, বুকে নয় পিঠে দিল ছুরির ক্ষত।

সোনার রাজ্য হচ্ছে নি:স্ব, জান বাঁচিয়ে সবাই মৌন।
মরণাপন্ন শয্যাশায়ী একাকী রাজা, ক্ষমতাশূন্য!

প্রতি গ্রামে গ্রামে যায় রাজবৈদ্য,
দৈব স্বপ্ন নির্দেশ পূরনের আশায়, গোপনে জানায়-
(হবে) নৃপতির স্বাথ্য, সাথে সত্যের জয়- সবাই ঐক্যবদ্ধ
(হয়ে) একটি রাতে রাজদিঘী যদি দুধসাগর বানায়।

ভবিষ্যৎ আধার, আতঙ্কিত ক্ষুধার্ত প্রজা বিষণ্ণ চিন্তিত,
এখন দুধ বিলাসিতা, যখন পরিবার অনাহারে মৃত্যুভীত।
(ভাবে) দুধ তো ওরা সকলেই ঢালবে রাজার কল্যানে,
(শুধু) আমি দেব জল, মিশবে দুধে- শেষ কর্তব্য পালনে।

ভাবনা এক, সবাই নিরব, শুধু শত হল না এক,
চুপিচুপি বাহানার জল ঢাললো সবাই- ঈশ্বর চেয়ে দেখ।
একে অপরের ভরসায়, আশাপ্রার্থী, থাকলো চিরভিন্ন,
আত্মতৃপ্তি আধারেই, অজুহাতের জল আনবে বুঝি জীবনের পূণ্য।



সময়:০৩/০৯/২০১৫, ১৫:২০ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো।
  • নান্দনিক!!
    • কে. পাল ২৯/০৪/২০১৭
      ধন্যবাদ
      পাশে থাকবেন।
  • ভালো।
  • মধু মঙ্গল সিনহা ২৯/০৪/২০১৭
    সুন্দর।
  • সাঁঝের তারা ২৮/০৪/২০১৭
    সুন্দর...
 
Quantcast