www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্যানা

ওগো রুপসী কন্যা !
তুমি কি আমার সেই অন্যানা !
তোমারই সুখে আমারই বুকে
আজো বয়ে যায় আনন্দের বন্যা !

ওগো রুপসী কন্যা !
তুমি কি আমার সেই অন্যানা !
তোমারই দুখে আমারই চোখে
আজো ঝড়ে পাহাড়ী ঝর্ণা!

ওগো রুপসী কন্যা !
তুমি কি আমার সেই অন্যানা !
চল-
তারা ভরা গগণে দ’জনা এ লগনে
গায়ে মাখি চাঁদের এ জোৎছনা!

রচনাকালঃ10/10/2001
পাহারতলী,চটৃগ্রাম
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পি পি আলী আকবর ৩১/০৫/২০১৮
    ভালো লাগলো
  • বেশ ভালো লাগলো
  • বিষয়টি ভালো। কিন্তু ছন্দ ও বানানে একটুখানি মনোযোগী হতে হবে।
    • অনেক বেশি কৃতজ্ঞতা জানাই ।নিদিষ্ঠ করে বলে দিলে বোধ হয় উপকৃত বেশি হতে পারতাম।পরবর্তীতে আরো কাছে থাকবেন আশা করি।
 
Quantcast