www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দ্রপদীদের নিরাপত্তার আবাসভূমি

দ্রপদীদের নিরাপত্তার আবাসভূমি
--কিশোর কারুণিক


মনটা বড়ই ভারাক্রান্ত
এখনো দুঃশাসনেরা চারিদিকে
মান সম্মান ভুলুন্ঠিত হাজারো দ্রপদীর।

দ্রপদীর লাঞ্চিত নিঃশ্বাসে
কেঁপে উঠছে হস্তিনীপুর
কেঁপে উঠছে ধর্মের বেড়াজাল
কেঁপে উঠছে সভ্যতা
কেঁপে উঠছে ধরনী।

অট্টহাসি শকুনীর
দূর্যধনদের লম্ফ ঝম্ফ।

মনটা বড়ই বেদনায় ভরা
বীর পুরুষেরা হতবিহবল
করোর যেন কিছু করার নেই
শুধু দেখা চেয়ে চেয়ে দেখা
যজ্ঞকন্যা দেবী দ্রপদীর বস্ত্রহরন ।

ধিক্কার দুঃশাসন দূর্যধন ধিক্কার
যে পাপ যে অধর্ম করছো
জীবন দিয়েও তুমি ক্ষমা পাবে না
প্রায়শ্চিত্য হবে না।

কালের পরিক্রমায় এখনো
দুঃশাসন দুর্যধনদের দূরত্বপনা
ভুলুন্ঠিত মানবতা
ভুলুন্ঠিত সভ্যতা
শকুনীদের চক্রান্তে অধর্মের বারবাড়ন্ত।

জেগে উঠো জেগে উঠো হে অর্জুন
আমার ভেতর তোমার প্রকাশ দেখতে চাই;

পার্থ সারথী তুমি পথ দেখাও।

আমার ভাবনা দিয়ে আমার চেতনা দিয়ে
আমার শরীরের রক্ত দিয়ে হলেও
নির্যাতিত দ্রপদীর পথচলা সুগম করব।

এসো যুধিষ্টির অর্জুন ভীম নকুল সহদেব
আমাদের একত্রিত শক্তি
মহাশক্তি হয়ে আঘাত করব
দুঃশাসন মুক্ত সভ্যতা গড়ে তুলব
এই পৃথিবী হয়ে উঠবে
দ্রপদীদের নিরাপত্তার আবাসভূমি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মার্ক ২৮/০৬/২০১৫
    ভাব্না তা খুবই সুন্দর...।।
  • জহরলাল মজুমদার ২৭/০৬/২০১৫
    বানান ইডেড করা যাবে এটা বিষয় নয় কবিতা অসাধারন
  • ভাই বানান যে বড় বেমানান হয়ে গেল। দ্রৌপদী, লাঞ্ছিত, হস্তিনাপুর, দুর্যোধন, ধরণী, বস্ত্রহরণ, শকুনি, দৌরাত্ম্যপনা, প্রায়শ্চিত্ত, ইত্যাদি বানানের দিকে একটূ দৃষ্টি দিতে হবে। বন্ধু ভেবে বললাম।
  • মোবারক হোসেন ২৭/০৬/২০১৫
    আমরা যাই বলিনা কেন, পানি সব সময় নিচের
    দিকে গড়ায়।ধন্যবাদ কবি।
  • দ্বীপ সরকার ২৭/০৬/২০১৫
    ভালো লিখেছেন।
 
Quantcast