www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রস্থান

আজ বিকালে তুমি যদি পাশে থাকতে
তবে কিছু বলা যেত;চারিদিকে শত শত
ফড়িঙের রঙ গায়ে মাখতে
ভাবখানা হত স্নিগ্ধ ছবির মত।
একবার একপলক তাকালেই আমাকে
বুঝতে পারতে;মুছে গেছে আমার ক্লান্তি,
প্রকৃতির গোলক ধাঁধাঁ ধূসর করে তামাকে
যেভাবে মৃত্যু আমাকে দেবে শান্তি।
কিছু কথা জীবনের অভিধানে কাঁপা কাঁপা
হাতে লেখা থাকবে অন্ধকার নির্মেঘ রাতে;
কেউ সেটা পড়বে না ,(মনে হবে যেন ফাঁপা
পাণ্ডুলিপিতে আঁকিবুঁকি করেছে কাঁচা হাতে।)
বিকালের উষ্ণ স্থির প্রেম সে তো প্রথম তামাশা
কোন প্রেমিকার সাথে;ভালবাসার নষ্ট বিন্যাস
শুদ্ধ সমাজ,শুদ্ধ নারী,শুদ্ধ প্রেমিকের আশা
হাতের আঘাতে ক্ষত হয়েছে বিলীন বিশ্বাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast