www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নকল করাও প্রতিভা

- জয়
জীবনলতা অবনতা তব চরণে ।
হরষগীত উচ্ছ্বসিত হে
কিরণমগন গগনে ।।

যারা জানে তাদের জন্য নয় , যারা জানে না তাদের জন্য । গান লেখা নিয়ে একটা আলোচনা তে জোর তর্ক, লেখা শুদ্ধ আর সুর ও প্রকৃত হতে হবে । কি করে বোঝাই নকল করা মানেই কলঙ্ক নয় যদি কানে দেবার যোগ্য হয় তো ।

স্পানিশ ফোক ,Auld Lang Sine - পুরানো সেই দিনের কথা ।
খ্রিস্টান হারমনি - আজি শুভদিনে পিতার ভবনে ।
বৈষ্ণব কীর্তন - আমার মল্লিকা বনে ।
বাংলা ফোক , দেখেছি রুপ্সাগরে - ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি ।
পিলু রাগ - তোমার সঙ্গে পরান খেলা ।
কর্ণাটক ক্লাসিকাল - একি লাবন্যে পূর্ণ প্রান ।

শুধু নকল করাটাই আসল নয় , প্রতিভার গুনগত মান ও দেখতে হবে । এই গানগুলো বাঙ্গালিদের অবিচ্ছেদ্য গান । অনু মলিকের নাম নিয়ে প্রতিভাটা লুকানো বোকাদের বৈশিষ্ট্য । আসলে সবকিছুর নকল হয় কিন্তু প্রতিভার নকল হয় না ।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৯৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৫/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast