www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তনু বোনটির সুদিন

বোনটি আমার চুপটি করে
নিরবে সয়েছে ব্যথা,
নিদারুণ যেন চলছে-চলবে
মানুষ রুপী; পিশাচের প্রথা।

যন্ত্রণা যত সয়ে নিয়ে
দিয়েছে অকূল পাড়ি,
যেন বৃথা চেষ্টা করছি আমরা-
তাইতো তনু বোনটি
ধরণীরে দিল আড়ি।

অকূল দেখ নিস্তব্ধ!
জান্নাতে বোনের সুখ,
একূলে আবার পিশাচ-গুলি খোঁজে-
অন্য তনুর মুখ।

যতই তোরা প্রমোদিত থাকিস
ছার পাবি না এক দিন,
একূলে তোদের বিচার না হলেও-
অকূলে আসবে; তনু বোনটির সুদিন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৪/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এ কেমন স্বাধীনতা,
    যেখানে অামার বোন অনিরাপদ :(
  • পরশ ০৮/০৪/২০১৬
    ভাল
  • মোবারক হোসেন ০৬/০৪/২০১৬
    ভাল
  • প্রশান্ত মন্ডল ০৬/০৪/২০১৬
    সাম্প্রতিক লেখা। ভালো লাগল।
  • এন এম ইকবাল সাঈম ০৬/০৪/২০১৬
    ভূল ক্রমে মন্তব্যটা এখানে পোস্ট করেছি।Apologies..........
  • মাহাবুব ০৬/০৪/২০১৬
    প্রতিবাদী কণ্ঠ,শুভেচ্ছা কবি।
  • প্রতিবাদী কণ্ঠস্বর।
  • ঋজু কবি ০৫/০৪/২০১৬
    সুন্দর । আগেও পড়েছি ।
  • পরশ ০৫/০৪/২০১৬
    পরে ভাল লাগ্ল
  • রফিকুল জসিম ০৫/০৪/২০১৬
    ভালো লেগেছে।
 
Quantcast