www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসি ভালোবাসি ।। সুনীল গঙ্গোপাধ্যায়

আমার অসম্ভব ভালোলাগা একটা কবিতা শেয়ার করছি বন্ধুদের সাথে। কবিতাটি লিখেছেন আমার প্রিয় কবিদের একজন। সুনীল গঙ্গোপাধ্যায়। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা কবির জন্য।


ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার
টেবিলে বসে আছ,
ঘুম আসছে না তোমার
হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম-
ভালবাস? তুমি কি রাগ করবে?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে,
ভালবাসি, ভালবাসি...


ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত..
খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই,
রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত
আমি তোমার হাত ধরে যদি বলি- ভালবাস?
তুমি কি বিরক্ত হবে?
নাকি আমার হাতে আরেকটু
চাপ দিয়ে বলবে-
ভালবাসি, ভালবাসি...


ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম
শশব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে?
নাকি হেসে উঠে বলবে
ভালবাসি, ভালবাসি...


ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে,
মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছেনা
এমন সময় হঠাত দাঁড়িয়ে
পথ রোধ করে যদি বলি-ভালবাস?
তুমি কি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে
কাঁধে হাত দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি...


ধরো শেভ করছ তুমি,গাল কেটে রক্ত পড়ছে, এমন সময়
তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি- ভালবাস?
তুমি কি বকা দেবে?
নাকি জড়িয়ে তোমার গালের রক্ত
আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে-
ভালবাসি, ভালবাসি..


ধরো খুব অসুস্থ তুমি,জ্বরে কপাল পুড়ে যায়,
মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভুতি,
এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার
মুখের দিকে তাকিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি চুপ করে থাকবে?
নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে-
ভালবাসি, ভালবাসি...


ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে,
প্রচন্ড যুদ্ধে তুমিও অঃশীদার,
শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর
এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায় জিজ্ঞেস করলাম-ভালবাস?
ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও?
নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে, বলবে-
ভালবাসি, ভালবাসি..


ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি, দেরি হয়ে যাচ্ছে,
বেরুতে যাবে, হঠাত বাধা দিয়ে বললাম-ভালবাস?
কটাক্ষ করবে?
নাকি সুটকেস ফেলে চুলে হাত বুলাতে বুলাতে বলবে-
ভালবাসি, ভালবাসি...


ধরো প্রচন্ড ঝড়,উড়ে গেছে ঘরবাড়ি, আশ্রয় নেই
বিধাতার দান এই পৃথিবীতে,
বাস করছি দুজনে চিন্তিত তুমি
এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালবাস?
তুমি কি সরিয়ে দেবে?
নাকি আমার মাথায় হাত রেখে বলবে
ভালবাসি, ভালবাসি...


ধরো সব ছেড়ে চলে গেছ কত দুরে,
আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ
হতভম্ব আমি যদি চিতকার করে বলি- ভালবাস?
চুপ করে থাকবে?নাকি সেখান থেকেই
আমাকে বলবে ভালবাসি, ভালবাসি...


যেখানেই যাও,যেভাবেই থাক,না থাকলেও
দূর থেকে ধ্বনি তুলো
ভালবাসি, ভালবাসি, ভালবাসি...
দূর থেকে শুনব তোমার কন্ঠস্বর,
বুঝব তুমি আছ, তুমি আছ
ভালবাসি, ভালবাসি...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আজ আবার পড়ে প্রিয়তে রেখে দিলাম।
  • আগে পড়া হয়নি কখনো। এখন পড়তে পেড়ে ভালাে লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
  • ইসমাত ইয়াসমিন ০৩/১১/২০১৩
    কবিতাটি আগে ও পড়েছি, কিন্তু ছবির সাথে পড়ে আরো ভাল লাগল।শুভকামনা রইল।
    • জহির রহমান ০৩/১১/২০১৩
      আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে। অনেক অনেক শুভেচ্ছা আপনার মন্তব্যের জন্য। আর শুভকামনা? তাতো থাকছেই! ভালো থাকা হয় যেন।
  • আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
    মিথ্যে বলবো না, শুরুতে আপনার কবিতা না পেয়ে বরং আপনার প্রিয় কবিদের একজনের কবিতা শেয়ার করেছেন... ভেবে খুব আগ্রহ না পেলেও পড়া শুরু করেছি ।
    কিন্তু জহির, জানি না, সুনীলের হৃদয় ছোঁয়ার ক্ষমতার জন্যে, নাকি আপনার দারুণ উপস্থাপনের জন্যে ...

    আমি প্রতিটি প্যারায় মনে মনে বলেছি, "ভালোবাসি ভালোবাসি" ।

    এবং পড়তে পড়তে আবেগাক্রান্ত হয়ে গেলাম কেন জানি না...চোখের কোনে ভালোবাসার জলও অনুভব করলাম ।

    এমন শেয়ার দিলে যদি এভাবে হৃদয় ছোঁয়া যায়, তবে এমন আরো কবিতার শেয়ার চাই...আমি এমন করে আরো আবেগাক্রান্ত হতে চাই ।
    মনে মনে বলতে চাই বার বার করে "ভালোবাসি ভালোবাসি" ।
    • জহির রহমান ৩১/১০/২০১৩
      আমিও যেদিন কবিতাটা প্রথম পড়ি, সেদিন আমারো আপনার মত একই অবস্থা হয়েছিল। কবিতাটি সেদিন কয়েকবার পড়ছিলাম খুব মন দিয়ে। আর ভালোবাসাটাকে নতুন করে আবিষ্কার করলাম। আসলে ভালোবাসার তুলনা শুধুই ভালোবাসা।
      এখানেই মনে হয় কবিদের স্বার্থকতা! পাঠকদের হৃদয় ছোঁয়া। এই কাজটি সব কবি-সাহিত্যিক পারেনা। যারা পারে, মরেও তারাই অমর হয়ে আছে।
      আপনাকে শুভেচ্ছা। আর কবি সুনীল দা'র মতো বলছি- "ভালোবাসি, ভালোবাসি..."
  • সহিদুল হক ৩০/১০/২০১৩
    আমারও প্রিয় কবির কবিতাটা ছবির সঙ্গে আরও একবার পড়ে আরও ভাল লাগলো।ধন্যবাদ তোমাকে।
    • জহির রহমান ৩০/১০/২০১৩
      আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লেগেছে। আসলে কবিতাটা আমার অনেক প্রিয়। আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা অবিরত... ভাল থাকুন সবসময়।
  • আসলেই খুব উপভোগ করলাম কবিতা।
  • কবিতাটি আমার ও খুব প্রিয় :)
  • রাখাল ৩০/১০/২০১৩
    ভেসে যাচ্ছেন বুঝি ভালোবাসার বন্যায়
    ভালোবাসার মর্ম বুঝবেন বুকভাসা কান্নায়!
    সাবধান করে দিলাম, বলে দিলাম সাবধান
    ভালোবাসা ভাল নয়, তফাতে যান ।
    হয়তো ভাবছেন রাখাল বুঝে কি ভালোবাসার মর্ম
    মানুষের ঘৃণা নিয়ে গরু চড়ানো যার কর্ম ।
    ভাবলে ভাবেন, দিলে দিন ধিক
    আজ নয়, কাল বুঝবেন রাখালই ঠিক ।
    • জহির রহমান ৩০/১০/২০১৩
      রাখাল ভাই বলেন গেলেন যা
      জহির রহমানও ভালো জানে তা,
      তাইতো ধীরে করে এসব কর্ম
      কারণ সেও জানে ভালোবাসার মর্ম;
      কখনো আমি বলবোনা ধিক্
      কারণ আমি জানি রাখালই ঠিক।
      - শুভেচ্ছা রাখাল ভাই।
      • রাখাল ৩০/১০/২০১৩
        ঠিক বলে টিক দিয়ে করলেন ভুল
        রাখাল ওসবের বুঝেনা আসলে একচুল ।
        রাখালের কথায় পেয়ে গেছেন বুঝি ভয়
        তাই রাখালের কথাকেই সত্য বলে মনে হয় ।
        • জহির রহমান ৩১/১০/২০১৩
          থাকতেতো চাই সরল পথে
          কিন্তু- নানা জনের নানা মতে
          সব কিছু নষ্ট হয়ে যায়
          ভালোবাসা শেষ পালায়
          • রাখাল ৩১/১০/২০১৩
            আপনিই কোথায় জবাব দিবেন হারিয়েছেন খেই
            এখানেই তবে আমি ইতি টেনে দেই ।
            • জহির রহমান ৩১/১০/২০১৩
              না না ইতি টানবেন কেন?
              অনেকটা ভালো লাগছিল যেন
              চালিয়ে যান করি কথোপকথন
              দেখিনা কোথায় গিয়ে হয় এর পতন?
              • রাখাল ৩১/১০/২০১৩
                কিভাবে চালাবো আর
                জবাবের স্থানটা ভুল করছেন বারবার ।
        • জহির রহমান ৩০/১০/২০১৩
          আমি জানি রাখালের আছে অভিজ্ঞতা ঢের
          তাইতো আমি জানতে চাইনি ওসব কিছু ফের
          তাইতো ওসব যাক্ দূরে যাক
          আমার জন্য রাখালের ভালোবাসা থাক।
          • রাখাল ৩০/১০/২০১৩
            ভালোবাসার থাকার নয়, বিলাবার
            ভালোবাসা না পেলে কেউ চায় কিলাবার।
            • জহির রহমান ৩১/১০/২০১৩
              ভালোবাসার খেলা করতে লাগে ভয়
              যদি সত্যি সত্যি না হয় ভালোবাসার জয়
              তবেতো জীবনটার শান্তি হবে ক্ষয়
              তাইতো মন জড়ো সড়ো ভয়ে ভয়ে রয়
              • রাখাল ৩১/১০/২০১৩
                পরাজয়ে ডরে না
                বীর
                কচু কাটা হলেও উচ্চে রাখে শীর
                পরাজয়ের মাঝেই থাকে জয়ের বীজ লুকিয়ে
                ভালোবাসার আগেই ভয়ে গেলেন বুঝি শুকিয়ে?
                • জহির রহমান ৩১/১০/২০১৩
                  কিছু ভালোবাসা থেকে থাকতে চাই দূরে
                  বিরহ ব্যথায় কভূ মন নাহি যেন পুড়ে
                  ভালোবাসা যেন আলো-ছায়া খেলা
                  অবুঝ মনে স্বপ্ন গেঁথে কেটে যায় বেলা
                  • রাখাল ৩১/১০/২০১৩
                    জানেননা বুঝি সেটাই খাঁটি মন
                    যেটা বিরহে পুড়ে সারাক্ষণ?
                    আলো ছায়ার সাথে আছে কিছু ছাই
                    বিরহের কষ্টে ভালোবাসা চাই ।
                    • জহির রহমান ৩১/১০/২০১৩
                      পারবোনা সইতে এতো ভালোবাসার কষ্ট
                      হয়ে যেতে পারি তাতে আমি পথভ্রষ্ট
                      তার চাইতো ভালো হয় অন্য কিছু করি
                      ভালোবাসাকে বলে দেই- আই অ্যাম ভেরি সরি।
                      • রাখাল ৩১/১০/২০১৩
                        জীবনটা নষ্ট নয়, পথ ভ্রষ্টতা নয়
                        সহজ সরল পথেই থাকুন যেটা ভালো হয় ।
            • জহির রহমান ৩০/১০/২০১৩
              এভাবে যদি লিখতে থাকেন ছন্দ
              মনের মাঝে সৃষ্টি হয় দ্বিধা দ্বন্ধ
              পারিনা আমি লিখতে ভালো ছন্দ
              তাই করে দিবো জবাব দেয়া বন্ধ
              • রাখাল ৩১/১০/২০১৩
                ছন্দ নিয়ে দ্বন্ধ নয়
                জবাবও বন্ধ নয় ।
                ভালোবাসা মানেই সাপ নিয়ে খেলা
                খেলতে জানলে ভালো
                না জানলে ঠেলা ।
  • রোদের ছায়া ৩০/১০/২০১৩
    সুন্দর পোষ্টটির জন্য লেখকে ধন্যবাদ । সুনীলের আরও কিছু কবিতা পোস্ট করার অনুরধ রইলো।
    • জহির রহমান ৩০/১০/২০১৩
      কবিতাটির কবি তো চলে গেছেন না ফেরার দেশে। কবির জন্য শুভ কামনা।
      আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা মন্তব্যের জন্য। অনুরোধ রাখার চেষ্টা করবো।
  • নাজমুন নাহার ২৯/১০/২০১৩
    কবিতাটা অনেকবার পড়েছি ।ছবির সাথে আরো ভাল লাগলো ।
  • কবীর হুমায়ূন ২৯/১০/২০১৩
    কবিতার সাথে ছবির সাযুজ্যতা খুবই ভালো লাগলো।
 
Quantcast