www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটা মানুষ

একটা মানুষ সাদা মনের
একটা মানুষ কালো
একটা মানুষ সব হারিয়ে
বাসতে জানে ভালো।
একটা মানুষ কাঁদতে জানে
একটা মানুষ হাসে
একটা মানুষ সব হারিয়েও
উষ্ণ জলে ভাসে।
একটা মানুষ হাজার খুঁজেও
পায়না মনের দেখা
নিজের ভিতর আমরা সবাই
ভীষণ একলা একা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সত্যি অনেক একা একা লাগে।
    • জহির রহমান ১৭/০২/২০১৫
      হ্যাঁ, আমারো বড্ড বেশি একা লাগে, অথচ চারপাশে এত মানুষ। এছাড়াও কাজের মাঝেই ডুবে থাকি!
  • চমৎকার একটি ভাবনা র সুনিপুণ উপস্থাপন।খুবই ভালো লাগলো।মানুষের গভীরের কিছু সত্য ফুটিয়ে তুলেছেন কবিতা য়।ধন্যবাদ আপনাকে একটি ভালো কবিতা উপহার দেওয়ার জন্য।
    • জহির রহমান ২৯/১০/২০১৩
      আপনার ভালো লেগেছে শুনে আমারো ভালো লাগছে। ধন্যবাদ আর শুভেচ্ছা সাখাওয়াৎ ভাই।
  • আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩
    নিজের ভেতর আমরা সবাই ভীষণ একলা একা...
    উমহু...আমার তো নিজেকে মোটেও একলা মনে হয় না...
    দারুণ সময় কাটছে ।
    অবশ্য কখনো কখনো একাকীত্ব পেয়ে বসে তা অস্বীকার করবো না ।

    কেউ কেউ সবার মাঝে থেকেও নিজেকে একলা ভাবতেই ভালোবাসে ।
    তাদেরকে বলি, দেখো তোমার চারপাশে কতো মানুষ...যারা তোমার একটু হাসিমুখের জন্যে, একটু আনন্দের জন্যে তাদের মূল্যবান সময় থেকে কতোটা সময় নষ্ট করছে তোমার জন্যে ।

    কাজেই নো একলা থাকাথাকি...

    শুভেচ্ছা রইল ।।
    • জহির রহমান ২৯/১০/২০১৩
      ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য।
      আমরা প্রায়ই একা থাকতেই হয়, সবাই পাশে থাকলেও।
      শুভেচ্ছা অবিরত...
  • দারুন একটা ছড়া। ভালো লাগলো খুব। আরো ছড়া চাই।
    • জহির রহমান ২৮/১০/২০১৩
      ধন্যবাদ আপু। আপনার ভালো লেগেছে শুনে আমারো ভালো লাগলো। আমার ব্লগ বাড়িতে আসার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। দোয়া রাখবেন...
  • কবীর হুমায়ূন ২৮/১০/২০১৩
    একটা মানুষ বিশ্বটাকে
    উল্টে দিতে পারে,
    একটা মানুষ আলোটাকে
    ছড়ায় অন্ধকারে।

    একটা মানুষ ভালোবেসে
    বিশ্ব করে জয়,
    একটা মানুষ অসত্যটাকে
    করতে পারে ক্ষয়।


    তোমার ছড়া-কবিতা খুবই ভালো লাগলো। ভালো থেকো কবি।
    • জহির রহমান ২৮/১০/২০১৩
      অনেক সুন্দর লিখেছেন আপনি। আমাকে একটু কবিতার পাঠটা বুঝিয়ে দিবেন। আমার ভুল গুলো ধরিয়ে দিয়ে আমাকে আরো ভালো লেখায় সহযোগিতা করবেন এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে।
      অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। সর্বদা ভালো থাকবেন, এই কামনা করি।
  • রাখাল ২৮/১০/২০১৩
    কথায় নয়, কাজে ।
    • জহির রহমান ২৮/১০/২০১৩
      বুঝলাম। কিন্তু কাজটাতো বলে দিবেন আমাকে কি করতে হবে, নয়তো আমি আবারো ভুল করবো।
      • রাখাল ২৮/১০/২০১৩
        আপনার কিছু করতে হবেনা, মানুষটি কে এটুকু বললেই হবে।
        • জহির রহমান ২৮/১০/২০১৩
          অকবির অবসর মনের কল্পনাও হতে পারে!
          • রাখাল ২৮/১০/২০১৩
            তবে আর কিছু করতে হবেনা । বরং কল্পনায় কোন আল্পনা আকঁতে থাকুন ।
            • জহির রহমান ২৮/১০/২০১৩
              তবেতো আর সেই একাকীত্বটা দূর হচ্ছেনা!
              • রাখাল ২৮/১০/২০১৩
                দ্রকার নেই (কুতুবীয় ভার্সন)
                • জহির রহমান ২৮/১০/২০১৩
                  miss him.

                  (এ টাইপের মানুষগুলোকে ইদানিং কেন যেন আমার খুব অসহ্য লাগে।)
                  • রাখাল ২৮/১০/২০১৩
                    ?
  • রাখাল ২৮/১০/২০১৩
    "একটা মানুষ " কে সে কি আপনি?
    যদি আপনি হোন, তবে একাক্বীত্ব দূর করা সহজ হবে ।
  • Înšigniã Āvî ২৮/১০/২০১৩
    darun
  • চারু মান্নান ২৮/১০/২০১৩
    কবি আমরা মানুষ,,,,,,,,,,,,,,,,দারুন
 
Quantcast