www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাবা তোমাকে


বাবা, যখন ছিল তোমায় খুব বেশি প্রয়োজন
তার আগেই চলে গেলে তুমি ছেড়ে ভূবন
কেন যেতেই হবে জানিনা কি ছিল কারণ
কেন শোননি তুমি অবুঝ মনের বারণ?

অশ্রু ঝরা নয়ন যুগলে করছি তোমায় স্মরণ;
ও আল্লাহ করো তারে বেহেস্ত বরণ।

২.
কেন চলে গেলে তুমি দূরে
আজো তোমায় ভীষণ মনে পড়ে;
কেন থাকলে না আরো কিছুদিন
শোধ করতে পারিনি তোমার কোন ঋণ।
ছোট্ট বেলায় স্কুল ছুটি হলে
দেখতাম দাঁড়িয়ে আছো ঠায় দূরে;
দৌঁড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়তাম কোলে
আদরে আদরে ভরিয়ে দিতে গালে।
তোমার আদর মাখা ভালোবাসা জানো
মলিন হতে দেইনি আমি আজো;
কল্পনাতে আদর নেই যে রোজ
বাবা তুমি নাওকি আমার খোঁজ।
তোমায় ছাড়া আজ আমি ভীষণ একা
যদি পারো এসো স্বপ্নে দাও দেখা;
তোমার জন্য দোয়া করি রোজ
রেখো না মনে আমার কোন দোষ।
করতে পারিনি তোমার জন্য কিছু
তাইতো কষ্টগুলো নেয় শুধু আমার পিছু;
বাবা আমায় আজ ক্ষমা করো তুমি
জানোইতো আমার হৃদয় কষ্টের ভূমি।
জানিনা আজ কেমন আছো তুমি
থাকলে কাছে যেতাম কদম চুমি;
রহমান তুমি রহমতের কোলে
লালন করো তাকে তার পাপ যত সব ভুলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সুন্দর উপস্থাপন
  • ফাহমিদা ফাম্মী ১৭/০৩/২০১৫
    ভালো লাগলো ... লিখতে থাকুন :)
  • আবেগময় দারুন লেখা। শুভেচ্ছা বন্ধু।
  • নাজমুল আহসান ১৩/০২/২০১৫
    বাবাকথন’-হৃদয়ে দাগ কাটলো । একজন বাবার অভাব এক জীবনে অপূর্ণই থেকে যায় ।
    • জহির রহমান ১৪/০২/২০১৫
      হ্যাঁ, যার বাবা নেই সেই বুঝে (ক্ষুদ্র কিছু অংশ ছাড়া, যারা মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়)। যা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি...
      আমার বাবার জন্য দোয়া করবেন কবি।
  • সবুজ আহমেদ কক্স ১১/০২/২০১৫
    ভাল লাগলো
    আপনাকে সহস্র শুভেচ্ছা,,,,,,,,,,,,,,,,,
  • মিজান রহমান ১১/০২/২০১৫
    পৃথিবীর সকল বাবর প্রতি রইলো শ্রদ্ধা ।
  • ফিরোজ মানিক ১১/০২/২০১৫
    যার কারণে আজ আমরা সবাই এ সুন্দর পৃথিবীতে এসেছি, সে আমাদের বাবা। কিন্তু আজকের সমাজে সেই বাবার কেন বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়, কেন সন্তানের হাতে মার খেতে হয়, কেন সন্তান বেঁচে থাকতেও বাবাকে ভিক্ষা করতে হয় বুঝি না!
  • বাবাকে নিয়ে চমৎকার কবিতা।
  • সবুজ আহমেদ কক্স ১০/০২/২০১৫
    darun @
  • ১০/০২/২০১৫
    বাবা-মাকে হারানোর বেদনা অনেক বেশি কষ্টের ।
    লেখাটা অনেক সুন্দর হয়েছে ।
    অনেক দিন পর আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা ।
    আশা করি আমাদের মাঝে নিয়মিত থেকে এরকম সুন্দর সুন্দর লেখা উপহার দিবেন ।
    শুভকামনা রইল কবি ।
    • জহির রহমান ১০/০২/২০১৫
      অনেক অনেক শুভেচ্ছা লেখাটি পড়ে মন্তব্য করার জন্য। চেষ্টা করবো থাকার, যদিও আগের মত লেখার বা ব্লগিং করার সুযোগ পাই না।

      শুভ কামনা থাকলো।
  • নাবিক ১০/০২/২০১৫
    বাবাকে নিয়ে লেখা কবিতা হৃদয় ছুঁয়ে গেলো।
    • জহির রহমান ১০/০২/২০১৫
      ধন্যবাদ শাহরীয়ার ভাই... শুভ কামনা। আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আবারো ধন্যবাদ...
 
Quantcast