www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজরাইল ভর করে কাঁধের উপর

শঙ্কাহীন হৃদয়ে অতিক্রম করি
নগরের পিচ ঢালা পথ।
কী এক আচমকা হাওয়ায় কেঁপে ওঠে
সমস্ত শরীর।
ভেতরে ভেতরে বেজে ওঠে কালের অশনি সংকেত
সামলে নেয়ার চেষ্টা করি নিজেকে।
ইট-সুরকির স্তম্ভ হয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকি।
চার প্রকোষ্ঠের হৃদপিণ্ড কাঁপতে থাকে
সমান তালে।
রক্ত সঞ্চালনের ব্যস্ততা বেড়ে যায়-
শিরা ও ধমনীর সরল পথে।
আজরাইল ভর করে কাঁধের উপর
অস্পৃশ্য দেহে।
দম বন্ধ হয়ে আসে ক্রমশঃ
হিম হতে থাকে আপাদমস্তক। তারপরও
আমি ইট-সুরকির স্তম্ভের মতো-
ঠাঁই দাঁড়িয়ে আছি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লেগেছে।সুন্দর হয়েছে।
  • Înšigniã Āvî ২৪/০৯/২০১৩
    দুর্দান্ত.....
    ভীষণ মনে পড়ে গেল.... 'আর ফেরার উপায় নেই'
  • সালমান মাহফুজ ২৩/০৯/২০১৩
    প্রথম চার লাইন অন্য রকম সুন্দর লেগেছে ।
 
Quantcast