www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার শহরে

যেতে ইচ্ছে করে তোমার শহরে আবার ;
একগূচ্ছ গোলাপ বা গোলাপের
পুরো বাগিচা নিয়ে তোমার জন্য ,  

ছোট  নদী আজ আর নেই...
ওখানে জন্ম নিয়েছে কত নতুন রাস্তাঘাট ;
তার সাথে অংশগ্রহণে আরও সাজানো দোকানপাট,

তোমার বাড়িটা কী খুঁজে পাব
এত ভিড়ের ব্যস্ততায় !!

নীল বন্দরটা আজ একই আছে..
যদিও কোনও টাইটানিক আজ ওখানে নেই
ইনফ্যাক্ট কোনও জাহাজ ও আর আসেনা
পলি জমে জমে,

ওখানে জমানো কত সুখস্মৃতি..
তাড়া করে বেড়ায় জাহাজের
ঘরে ফেরার ডাকের মতই,

সেই সামান্য জলে আলতো পা ভিজিয়ে
আবার তোমায় খোঁজা,

এখনো মনে আছে..
রাজপথ পেরিয়ে তোমার বাড়ির গলিটা,

ওটা কী একই আছে না

সময়ের সাথে সখ্যতায়, ব্যস্ততার ভিড়ে
নিজেকে ক্রমশ আড়াল করেছে !!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • suman ০৬/১১/২০১৩
    অখণ্ড কবিতাটি দারুন সুন্দর ...আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারলাম না ...
  • রোদের ছায়া ০৬/১১/২০১৩
    সুন্দর কবিতা , বাস্তবটার ছোঁয়া আছে । বদলে যাওয়া সময় সব কিছু এমন কি মনকেও বদলে দেয় । ঠিক বলেছেন এটা ।
  • দীপঙ্কর বেরা ০৫/১১/২০১৩
    Sotyi din ke din ja bodle jachhe . Emon ki manusher mon . Bhalo
  • אולי כולנו טועים ০৪/১১/২০১৩
    প্রেমিকা প্রেমিকে, অথবা প্রেমিক প্রেমিককে
    খুঁজে বেড়াচ্ছে;
    আড়াল থেকে বেরিয়ে আসলেই পেয়ে যাবে।

    আপনার হাতে জাদু আছে;
    অল্প শব্দে বিশাল কানভাস জুড়ে ভালবাসার ছবি। ll
  • খুবই চমৎকার হয়েছে।ভালো লাগলো।খুব নষ্টালজিক।
 
Quantcast