www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টিস্নাত এই রুপসীর দেহ


এবার কবিতায় এঁকেছি এক ছবি জলরঙ্গে
বৃষ্টিস্নাত এক মায়াবী ক্ষণের-
দৃষ্টি যাবেনাকো কারো দুরে সেই ছবি থেকে
চেয়ে রবে সব কবি অানমনে
অপলক চেয়ে চেয়ে সেই ছবি
হৃদয় ডি.এস.এল.আরে.  করে ক্যাপচার
আজনম নজরবন্দী করে রাখবে কবিতায়।

তারপর সেই ছন্দময়ীকে নিয়ে কবিতার প্রহর গুনবে
বৃষ্টি আর কবিতারা এক হয়ে ঝড়ে পরবে
টিনের চালায়, গায়ের পথে, মাঠে-ঘাটে
আর ইট অরন্যের সোনার চালায়।

সেই মায়াবী ক্ষণটি দেখতে আচমকাই কোন পথিক-
থেমে থেমে চেয়ে রবে অপলক,
তারপর গান গাইবে মনের হরষে-
বৃষ্টি তুমি এই মায়াবিনীকে ছুঁয়ে যাও আজনম
আমি শুধু চেয়ে চেয়ে দেখব আর কবিতা লিখব।

বৃষ্টি তুমি ছন্দ জাগাও এই রুপসী বাংলার মনে
আমি, তুমি, সে, তারা আমরা সবাই এই রুপসীকে দেখব
বৃষ্টিস্নাত দেহের ভাঁজে-
উর্বরতা আর উষ্ণতা খুঁজে খুঁজে হব হয়রান
আর চেয়ে চেয়ে দেখব এবং কবিতা লিখব।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভাল লিখছেন...।
  • ফয়সাল রহমান ২২/০৪/২০১৭
    খুব ভালো
  • আমরাও চেয়ে চেয়ে দেখব। শুভেচ্ছা।
  • সবাইকে বৃষ্টিস্নাত কবিতার শুভেচ্ছা
    এবং শুভেচ্ছা এই রুপসীবাংলাকে।
 
Quantcast