www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি পার (প্রথম প্রহর)


::::::::০০০০০০০০::::::::::

তুমি পার-
চায়ের কাপে চুমুকে চুমুকে
ছন্দ তুলে
কবিতা বানাতে।

তুমি পার-
আষাঢ়ের জলভরাতুর ফোঁটা দিয়ে
কবিতার কফি বানিয়ে
চুমুকেই তৃষ্ণা মেটাতে।

তুমি পার-
হাতে হাত রেখে
উচ্ছাসিত ভালবাসার এক নব আলিঙ্গনে
উষ্ণ ভালবাসা দিতে
এ ব্যাকুল হিয়াকে।

তুমি চাইলেই সাজাতে পার-
আমাকে এই ধরাকে
তোমার মত করে
তোমার হৃদয় স্বপ্ন বুনে
আলতো আদর মেখে।



..:::..
::...:::
চলমান; সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মুগ্ধ হলাম কবি
  • রাবেয়া মৌসুমী ১৬/০৪/২০১৭
    খুব সুন্দর। শুভ কামনা রইলো..।
    • বন্ধু রাবেয়া মৌ..

      আনেক ধন্যবাদ আপনাকে সাথে পেয়ে এবং আপনার মূল্যবান মন্তব্যের জন্য। তবে জানিনা আপনার মত ভাল করতে পেরেছি কিনা। যাই হোক দোয়া করবেন এবং সাথে থাকবেন।

      ইতি-
      আপনারই ব্লগমেট বন্ধু
      ইমরান হোসেন
      ঢাকা থেকে
  • অনবদ্য। শুভেচ্ছা।
  • মোনালিসা ১৬/০৪/২০১৭
    ওয়াও
    • শুভেচ্ছা রইল বন্ধু আপনার জন্য।

      বরাবরই আপনার মুল্যবান মন্ত্ব্য/ মতামত/ পরামর্শ আমাকে অনুপ্রেরনা যোগায়। সাথে থাকার জন্য ধন্যবাদ।
  • মধু মঙ্গল সিনহা ১৬/০৪/২০১৭
    ভালো হয়েছে!
  • ভাল
  • আরিফ মুহাম্মদ ১৬/০৪/২০১৭
    ধন্যবাদ কবি। তবে ভাবনার আর একটু গভীর হলে আরো ভালো লাগতো। শুভেচ্ছা নেবেন।
    • কখনো-কখনো গভীর ভাবনার প্রকাশভঙ্গি হয় সহজ-সরল। এই কবিতাটি সেরকমেরই একটি কবিতা। পাঠকদের কথা মাথায় রেখে অত্যন্ত সরল-সাবলীল ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছি বন্ধু! কিন্তু এর উপমাগুলি দেখুন, কত গভীর থেকে (কবিতার কফি, চুমুকের ছন্দ, হৃদয় স্বপ্ন, আলতো আদর, নব আলিঙ্গন, উষ্ণ ভালবাসা, চুমুকেই তৃষ্ণা ইত্যাদি)।

      অসংখ্য আন্তরিক ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।
 
Quantcast