www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্লান্ত পথিকের দেশে


চৈত্রের দাবদাহে ক্লান্ত পথিক এক আমি
এক গ্লাস জল পাই কই, বলুনতো মশাই?
আমি জলহীন পথে কত যে হেটেছি..
তারপর.. পথ হতে এই পৃথীবির পথে অন্তহীন
আশায় বুক বেঁধে চলেছি পথ-
ঈশাণ কোনের বিদ্যুত চমক দেখে,
এইতো এখনি নামবে বৃষ্টি, ঝড় এ আশায়
এখনি প্রকৃতি মেতে উঠবে এক তান্ডবলীলায়
অতঃপর শান্ত হবে একসময়।
বৃষ্টি-
তুমি কোমলতার পরশ হয়ে এসো এ জীবনে
ক্লান্ত পথিকের তৃষ্ঞা মেটাতে এই জলহীন প্রান্তরে,
ঝড়, বন্যা কিংবা জলোচ্ছাস হয়ে এসোনা
এই পথিকের জীবনে, এই ক্লান্ত পথিকের দেশে।


::::::::::::::::: #####:::::::::::
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তুমি এসো
  • খুব সুন্দর। শুভেচ্ছা।
  • Very nice
  • মধু মঙ্গল সিনহা ২৬/০৩/২০১৭
    খুব সুন্দর।
  • তাবেরী ২৬/০৩/২০১৭
    অসাধারণ হয়েছে।
    • সবসময়ই বন্ধুেদর ভাল কিছু দেয়ার চেষ্টা করি,
      অতঃপর আশায় থাকি একটি সাবলীল মন্তব্যের
      যা আমাকে আরো ভাল কিছু দেবার অণুপ্রেরণা যোগায়।।

      ধন্যবাদ
  • ১ম পরিমার্জন: ৯:৪৪:০০
  • রাবেয়া মৌসুমী ২৫/০৩/২০১৭
    কেন যেন সব কবিতা কবিতা মনে হয়না আমার কাছে,এই কবিতা কবিতা মনে হচ্ছে,খুব সুন্দর।শুভ কামনা।
    • কিছু মন্তব্য, কিছু শব্দ চয়ন কখনো কখনো আমাকে বেশ মুগ্ধ অথবা দারুণ বিমোহিত করে।

      হে শব্দ চয়নের রানী!
      সত্যিই যে কোন কম্পোজিশ ডেলিভেরির পরেই কখনো কখনো বিশেষ কারো মন্তব্যের অপেক্ষায় থাকি।

      অবশেষে ধন্য হলাম মন্তব্য পেয়ে।
      অনেক অনেক শুভেচ্ছা রইল।।।
  • সুন্দর কবিতা
    • মন দিয়ে কবিতাটি পড়ে এর
      গহীন মর্মার্থ উপলব্ধি করে
      সাবলীল মন্তব্য করে পাশে
      থাকার জন্য রইল অনেক শুভ কামনা
      হে কবিতা প্রেমী!
  • সবাইকে কবিতাসন্ধ্যার শুভেচ্ছা ও নেমন্ত্রণ
    কবির এই আড্ডাখানায়।
 
Quantcast