www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোন পথে বাংলাদেশ

অনেক কষ্ট করে সুদূর ঢাকা থেকে আসবেন মাননীয় তথ্যমন্ত্রী। সীমান্তবর্তী উপজেলার মানুষগুলো অধীর আগ্রহে। অবশেষে তিনি এলেন। মনের মাধুরী মিশিয়ে, রসিয়ে কশিয়ে সেই পুরাণসঙ্গীত আবারো গাইলেন! গানের কথা সেগুলোই, গলাও আগেরটাই! শুধুমাত্র সুরে কিছু অভিনবত্ব! পুরোটা সময় বেশ উপভোগ্য!! শ্রোতা তুষ্টি? সেতো বলাই বাহুল্য!

অনবদ্য উপস্থাপন শেষে প্রিয় বন্ধুর বাসায় চা চক্র সমাপ্ত করে তৃপ্তির ঢেকুর তুলে আবার ফিরে গেলেন নিজের গন্তব্যে।

কিন্তু আমরা কী পেলাম?

ওনার দল সমাজতান্ত্রিক
উনি কথা বলেন গণতান্ত্রিক
অথচ দেশ চলছে ধনতান্ত্রিক
ওনারা সবাই রাজনৈতিক
আদতে মুদ্রার এপিঠ ওপিঠ

আমরা বারবার ভোট দেই আর প্রতিবারই প্রতারিত হই!
তিস্তার বাম তীরে বাধ!! নির্বাচনী ইশতেহার ২০০৯, ২০১৪.......... এবার ২০১৯.........।
হবে, নিশ্চয়ই হবে কোন একদিন-আবারো ভোট দিন।
ভোট আমরা দেবো, অবশ্যই দেবো। ওই অতটুকুই তো আমরা করতে পারি।

বিএনপি'র শাসনামল আমরা জানি। আপনাদেরটাও দেখছি নিয়মিত। এখন ভাবছি "বাহে আমিরুল হক দেখালু মুর্গা, আর খাওয়ালু বক!"

বক্তব্যের শেষকথা ........... কোন পথে বাংলাদেশ?


ইবনে মিজান
২২-০২-২০১৮
০১:০৩
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৭০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast