www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরিবার তন্ত্র রাজতন্ত্র

প্রচীন কাল হতে রাজতন্ত্র একটি প্রচলিত। আর উন্নয়নশীল দেশগুলোতে পরিবার তন্ত্র একটি সমস্যা। সম্রতিকালে ইন্দোনেশিয়া এ সমস‌্যা হতে মুক্ত হয়েছে। ইন্ডিয়া ও এখন এ স্থান হতে বের হয়েছে। বাংলাদেশ যদি েবর না হয় তাহলে উন্নয়ন ব্যহত দিন দিন েবশী হবে। মুজিব পরিবার হত্যার পর, হত্যাকারীদের িবচার করে যেমন হাসিনা বসে থাকেনি, খালেদা পরিবারও হাসিনার অন্যায়ের প্রতিশোধ নেয়ার চেষ্টা করবে। তাই, দেশর স্বার্থে সকল মানুষকে পরিবার তন্ত্রের বিরুদ্ধে ঐক্য গড়ে গণতন্ত্রের মাধ্যমে, দলীয় বৈচিত্র বজায় রেখে উন্নত বাংলাদেশ গড়তে হবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন,তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে। তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৮৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast