www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঝিনুকের দেশ

ঝিনুকের দেশ
আবু তালেব


‘পদ্মার পলিদ্বীপ’ ঝিনুকের দেশ
মুক্তা-মাণিক সেথা হয় নাকো শেষ।
শালুকের দল ভাসে হীরার স্রোতে
কলিতে অলিরা চাহে রতন হ’তে।
অপরূপ! আহা! আহা! অপরুপ বেশ
‘পদ্মার পলিদ্বীপ’ ঝিনুকের দেশ।


সবুজ পান্না-বুকে ছড়ানো রতন
ফল ও ফসলে ভরা মনের মতন।
কণক-মোতির মালা নীশিথের গলে
সারাদিন ঝির্ ঝির্ আলো ঝলমলে।


হাত বাড়াইলে পাই পরশ-পাথর
রোদ জ্যোছনায় মাখা ফুলেল আতর।
চেয়ে দেখি, চেয়ে থাকি আঁখি অনিমেষ
মণি ও মাণিকে ভরা, এই আমার দেশ।


পাখিদের গান শুনে প্রভাত গড়ায়
সকলেই পলিদ্বীপে ঝিনুক কুড়ায়।
নদীর স্রোতের মত জীবনের রেশ
সাঁঝের আঁধারে ঢাকে দিবসের ক্লেশ।


ছন্দে-গন্ধে ভরা মেঠো পথ যার
কণ্ঠে কণ্ঠে দোলে সুর সম্ভার।
বনরাজি নীলাকাশে স্বপ্ন আবেশ
এই। এই! এই! আহা! এই আমার দেশ।


-------০-------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast