www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেঘনীলে

মেঘনীলে কাকাতুয়া রোদ নিমিষেই ঝাপসা হয়ে আসে
তার নীলে সাজানো বাগান রঙধনু রঙে ভেসে ওঠে আকাশে
জলের কেমন রূপ উপমা হতে স্রোতস্বিনীরুপে ধাবিত
পাখির কলতানে চকিত আহ্বানে হই অনুপ্রাণিত
এই রাত এই বিমর্ষ যন্ত্রণা কাতর নিশি বিহঙ্গ
রূপ বিহনে নেচে আকুল করে প্রাণতরী এমন সঙ্গ
স্বপ্নের পরিমিতিবোধ কার লয়ে প্রণোদনা দেয়
অমীমাংসিত এক যুগসন্ধিকালে কি দানে কি নিজের করে নেয়
আমাকে রাত বলে ডেকো
তার গায়ে চাঁদ সেঁটে দেব



১৭/০৩/১৪
০১:৪৬am
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast