www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুক্তির গান

বিনম্র শ্রদ্ধায় শির নুয়ে আসে
বীরাঙ্গনার ইজ্জ্বতে লেখা বাঙালীর মুক্তির ইতিহাসে
রক্তের জবজব দাগ আজও চোখে ভাসে
কানাগলি ভরে ওঠে দৈব লাশে

যুবতী বধুর স্বপ্ন যে পোড়ায় নগরীর ইটের ভাটায়
পিতার কাঁধে পুত্রের লাশ, ভিন্ন সংগ্রাম হয়ে পায়েতে লুটায়
একদিন ব্যবধানে বোনের পরনে পায়রা মতন শাড়ী
মায়ের কান্দনে মাথায় উঠেছে একলা ছাড়া বাড়ী

পুকুরের মাছ, হালের গরু, উড়াল পঙ্খী করে শোক
দেখিয়া জনে জনে আবার কয় পুনর্জাগরণ হোক
বাঙালী আমরা বীরের জাতি জাগিছে নওজোয়ান
ফুটাও বুলি ফোটানো গোলাপে, শংকিত হয় রক্তপিপাসু ভগবান

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃস্টান আমরা সকলে ভাই
শান্তির শপথে নিয়মের স্বপথে মোদের তুল্য কেহই নাই
কামান দিয়ে জামানার ক্ষত যারা মুছতে চায়
তাদের কারা পুনর্বাসিত করে আবার স্বাধীন এই বাংলায়

দেশের হয়ে বীর লড়েছে উনিশ একাত্তরে
বিজয় আমরা পৌঁছে দিয়েছি বাংলার ঘরে ঘরে
স্বাধীনতা আমরা ছিনিয়ে এনেছি, রাখতেও ধরে জানি
শক্তিমানের নামে শপথ নিয়েছি এযুগের বীর সেনানী



২৯/১২/১৩
০২:৩২am
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast