www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বর্গ নরক

স্বর্গ কোথায় ? নরক কোথায় ?
খুঁজেছি তাদেরি হেথায় হোথায় :
হৃদয় গভীরে মানব মননে ,
তোমার আমার চিত্ত গগণে ।
ফুলের বাগানে পাগল পবনে ,
দুখের নদীতে প্রবল দমনে ।
ঢেউয়ের দোলনে ক্ষিতীর জমিনে
মেঘের আড়ালে রোদ্র হারালে ,
ভোরের শিশিরে পা-টি বাড়ালে ;
নরম আলোতে হাতটি মেলিলে ।
যানের ধ্বনিতে হিরার খনিতে
কিষান মাটিতে বুনিতে বুনিতে ,
রাজ্ নীতি আর রাজার নীতিতে
বাউল প্রেমের শাণিত গীতিতে ।
জেনাতে ; যোনিতে নারীর চুলেতে ,
ঠাকুর মায়ের হাসির ঝুলিতে ।
শব্দ নিঙারী কবিতা বলিতে ;
রুপের শহরে চলিতে চলিতে ,
পৃথ্বীর বাহিরে ইথার ভুবনে
অন্য পৃথীর জীবন যাপনে ।
পেয়েছি তাদেরি হৃদয় গভীরে ,
ওদের খেলা তো বুক চিড়ে চিড়ে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast