www.tarunyo.com

তারুণ্যে লগইন করা

তারুণ্যের যেকোন পাতার বাম পাশের প্যানেলে লগইন করার মেনু দেখায়।



তারুণ্যের নিজস্ব লগইন ব্যবস্থার পাশাপাশি যে কেউ চাইলে তার ফেসবুক কিংবা জিমেইল একাউন্ট দিয়েও তারুণ্যে লগইন করতে পারে। এজন্য লগইন করার মেনু হতে "ফেসবুক লগইন" কিংবা "জিমেইল লগইন" বাটনে ক্লিক করতে হবে। এভাবে প্রথমবার লগইন করার সময় স্বয়ংক্রিয়ভাবে সদস্যের একাউন্ট তৈরি হয়ে যাবে তারুণ্যে, এবং তার জিমেইল অথবা ফেসবুক একাউন্টটি (যা ব্যবহার করে সে লগইন করেছে) বহিরাগত একাউন্ট হিসাবে যুক্ত হবে তারুণ্যের একাউন্টে। (তারুণ্যের একাউন্টের সাথে কারও ফেসবুকের একাউন্ট যুক্ত থাকলে নতুন ব্লগ লেখার সময় ব্লগের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে প্রকাশ করার অপশন দেখাবে সদস্যকে)।

বহিরাগত একাউন্ট ছাড়া কেউ সরাসরি তারুণ্যের একাউন্ট দিয়ে লগইন করতে চাইলে লগইনের মেনু থেকে "তারুণ্য লগইন" বাটনে ক্লিক করতে হবে। তারপর লগইনের পাতায় "লগইন নাম" ও "পাসওয়ার্ড" দিয়ে লগইন করতে হবে।



তারুণ্যে লগইন করলে যেকোন পাতার বাম পাশের প্যানেলে লগইন মেনুর পরিবর্তে সদস্যের মেনু দেখাবে।

 
Quantcast