www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুল সাহস

ভুল সাহস
.
দ্বীপ সরকার
.
যতোটুকু সাহস দেখিয়েছি
তা ছিলো ভুল সাহস....
তাই অরণ্যের মর্মরে ধ্বনিকে এখন কান্না ভাবি
পর্বতের ঝর্ণাকে ভাবি পাথরের গীত।
.
তোতে অংশিদারীত্বের শর্তে নির্মাণ
করেছিলাম উর্বর সবুজ,
অথচ কেউ বুঝিনি
পাথরে পাথরে তারুণ্যের এর্টেল,
আগুনে আগুনে উৎসের তাপ।
.
যেতে যেতে বহুদূর গিয়েছি,
ওড়না কামিজের ওম ছেড়ে-প্রান্তের ঠিকানায়
জেনে ফেলেছে রাজ্যের সৈন্যসামন্ত
অতঃপর গন্তব্যহীন ভুলে
আমাকেই ভরিয়েছি আমিহীন খামে।
.
অজস্র ভুল করি, বারংবার ভুল করি
রক্ত চুইয়ে নামে ভুল প্রেম,
ভুল খামে ভরাই ঘৃণার শব্দমালা।
.
লেখাঃ ২৬/৩/২০১৬ইং
বগুড়া......
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৪/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast