www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতারাও কথা বলে

লহ প্রণাম

মুক্তি সংগ্রামের নতুন অধ্যায় , তোমায় দিয়ে শুরু ।
হে! দুঃসাধ্যের সাধক , তুমি বিপ্লববাদের গুরু ।
স্বাধীনতার জলন্ত মশাল , এলো তোমার হাত ধরে ।
তোমায় দেখে ইংরেজ সরকার , উঠল নড়ে চড়ে ।
আপশে স্বাধীনতা আসবে না , দিলে তুমি স্লোগান ।
" কদম কদম বাড়ায়ে যা" , গাইলে স্বাধীনতার গান ।
আবেগদ্বীপ্ত কন্ঠে বললে তুমি , অস্ত্র এবার ধর ।
অহিংসা নয় , উদারতা নয় , এবার শক্তি প্রয়োগ করো ।
দেশের স্বাধীনতায় তোমার অবদান,সবার আছে জানা ।
হে! বীর সংগ্রামী তুমি না থাকলে, দেশ যে স্বাধীন হত না ।
পরাধীন ভারতের অগ্নি সন্তান , সুভাষ তোমার নাম ।
মুক্তি পথের হে! অগ্রদূত , লহ শতকোটি প্রণাম ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারন লিখেছেন। অভিনন্দন।
  • ভাল।
 
Quantcast