www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিমুখ বিশ্ব

এক ফোটা বর্ষার জল ছুঁয়ে
একটি ফুল রাস্তার ধারে অযত্নে অবহেলায়
দূরে পড়ে আছে
কদিন আগেই ছিল ভরপুর যৌবন ভরা গাছে।
ঘোর নেশা লেগেছে ফুলের দেখে রুপের ঝলক
কিছুতেই ফেরাতে পারেনি পিছে কাজল ভরা চোখের পলক।

পড়ন্ত বেলা উত্তপ্ত মাটি সারা বিকেল ধরে ভাবনা
কবে জীবন হবে পরিপাটি?
স্বপ্নের সম্মুখে দিগন্ত আকাশ নীল গালিচায় পদ্মাসন
রাজ্যে নতুন অতিথির আগমন বুঝিগো হয়নি স্মরণ!!!
খালি হাতে এসেছ তখন ছিল আঁধার
সাতটি তাঁরার মত আলোকিত হয়নি ভুবন
সাধ হয়নি পূরণ।

ফ্যাকাশে চোখের কণিকায় রক্ত জলের ক্ষরণ
এখানে জন্ম উৎসবে বাড়াবাড়ি চনমনে দুলবে ঝিরিঝিরি হাওয়ায়
সৃষ্টির ভিড়ে হাতে পুরবে আঁধার জয়ের গল্প বসে শ্যামলী ছায়ায়।
খুজে এনেছ উদর হতে গোস্বা ভরা মায়া
কোথায় পাবে, রোদেলা মাঠের কোনে দেবদারুর ছায়া।
নির্জনে স্বাক্ষর রাখা পদ ছাপের বালি
তারপরে পড়েছে হাজার বছরের জমানো ব্যাথার কালি।

দুস্থ হৃদয়ে ভাসে আরক্ত বাসনা
বেচে থাকার সংগ্রামে সবি বিষম স্বাদ
ছলনায় লুকোচুরি খেলে মায়াবী পূর্ণিমা রাত
স্বাধীনতায় দেখবে এই সুন্দর পৃথিবীকে
সেই তোমারে করেছে শিকার, কান পেতে শোননি কি চিৎকার
অপেক্ষা মাত্র মহাকালের গর্ভে হারিয়ে যাওয়া
বুঝবে শেষে এ তারি হাহাকার।

ওঠ জেগে দেখ কি প্রখর সূর্য তাপ
তুমি এখনো অলস ঘুমে গ্রীষ্মের দুপুরে
শিমুল ফুলে লালে লাল অপূর্ব শোভা ছড়িয়েছে উপরে
ঘ্রাণ শুকেছ কি তার পথিকের পথ চলার?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মুগ্ধতা রেখে গেলাম প্রিয়
  • বেশতো। ভালো লিখেছেন
  • মারুফা তামান্না ২৯/০১/২০১৮
    বেশ ভাল
  • নীলসাগর ২৯/০১/২০১৮
    চমতকার
 
Quantcast