www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃদ্ধ বীর

চলতে গিয়ে ঢলে পড়ি আবছা ঘুমের কোলে
আমি নিথর পথ যে দাদু দোলে
হারের খেলায় নিশ্চুপায়ে দাড়িয়ে থাকি ফাকে
হাতজোড়ে মিনতি করি সামনে পাই যাকে
ঝলসানো বুলি মুখে মানায় না এখন
কাঁদো স্বরে আর্তনাদ করি পাশে কেউ থাকেনা যখন
রক্তের উত্তাল ঢেউ শান্ত আর নির্বাক
গর্জন প্রলয়ে ছাড়া হয়নি আর হাঁক।

সেই আমি বৃদ্ধ বেজার মোর প্রাণ প্রিয়
নাজেহালে করে রাখে স্তব্দ, বাঁধনে বেধে ব্যাথার হইচই।
ক্ষীণ কণ্ঠের দ্বারে চাপা স্বর
বয়স্ক দানব দেহে করেছে ভর
ছাড়াতে পারে নাই এমন কবিরাজ
ধ্বংস ধূলায় দেহ পড়েছে ভাঁজ।

প্রতীক্ষিত ধুমকেতুর উদয় নীল গগণের গাঁয়
ধার পড়ে আছে শূন্য বাঁকে, আমারও তেমনি তাই
ক্ষান্ত কলহ ঘাটি করিছে মনের রাগে
জল বিনে শুকেছে, ফুল ঝরেছে শাঁখে
নয়া খ্যাতি করেছি জাহির, বাহির করে সন্ধান
বয়সের হেরফেরে ভাঁটার ঘাটে বাঁধে অপমান।

রঙ্গিন কালে ছিলা না অলস মতি
জীবন মামলায় সেই এখন বাদী
নত মস্তকে চলি বৃথা আস্ফালনে জ্বলি
উষ্ম তরঙ্গ বেয়ে, জ্বলে না আর বর্ণালী
মুঢ়তা আতঙ্কে গেছে ছেয়ে
থর থর কাপে হাত দুরাশার হুলে
আলোতে বয় ক্ষীণ বাত পথ হারানোর ভুলে।

অবশিষ্ট রণ সংগ্রামে ঘুণে ধরা লাঠি
হারালে হারায়, পরাণ নামের কাঠি
সেও আজ অনাশ্রিত আমি বিনে
বেহুশে হারায় ধ্যান কাঁদি তার সনে
ভারে থেমে গেছে নির্দয় লাঠির গতি
ফুড়ে আর চেতেনা আকাশ পাতাল ভেদী।

দুপা এখন বার ভূতের ডাঙ
দেহ আমার বোঝা তুল্য সাং
দুর্গতিতে পার হতাম উজানে লক্ষ কাঠা
এখন পাঁচ পরাণের দুই পরাণ
লাঠি আর ছেঁচা পানের বাটা
দুর্দম পথে বিছায় বন্য শখের ঘ্রাণ
অক্ষমের সক্ষমতা অস্ত গেছে গাঙে
বেহুদা ভরা সাঁঝে গণ্ড বাধায়ে মোর কাঠা ভাঙে।

অপয়া অনড় থাকলো অবিবেকী হাসে
বিলাপ লুটাল হরদম বজ্জাৎ গ্রাসে
না হয় পড়েছি জড়তার ফাঁদে
আমিও বীর বয়সের বিবাদে
অনুরাগে সঁপে সকল দান
আন্দোলনে কম্পেছে প্রজ্বলিত জ্ঞান।

মনে নেই দ্বন্দ্ব নেই সংশয়
কঠিন তলে হারিয়ে যাব জাগেনা ভয়
সেই আমি বীর
লাঠির ভরে যার চলা অতি ধীর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তাবেরী ২২/০১/২০১৮
    অসাধারন।
 
Quantcast