www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে ক্লান্ত বসুমাতা

হে ক্লান্ত বসুমাতা
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

হে ক্লান্ত বসুমাতা জড়ায়ে ছিন্ন কাঁথা
নিভৃতে বসে একা কেন কাঁদ রোজ?
আপন আত্মা বলে যাদেরকে তুলে নিলে
ভেবেছো রাখে কি তারা একটুও খোঁজ?

তোমার মমতা মায়া আঁচলি শীতল ছায়া
জানি গো তুলনা তার এ জগতে নাই,
কেউ কি রেখেছে মান হোক বা তা প্রতিদান
দুগ্ধে বাঁচতে যারা বুকে নিলো ঠাঁই?

শত্রু বন্ধু বেশে যদি চলে নেচে হেসে
ছলনে সুহৃদে গড়ে স্বার্থের গড়,
ওদের চোখের জল খাঁটি নাকি সব ছল
কি করে বুঝবে তুমি কে আপন পর?

মানব সেবার নামে লালসায় ধরাধামে
ভদ্র পোশাকে যারা সদা করে রাজ,
সম্ভ্রম করে চুরি পৃষ্ঠে বসায়ে ছুরি
ক্যামনে তোমার বুকে করে ওরা রাজ?

হে দুখী জননী মোর কেড়ে নাও সব ভোর
কিংবা স্বপ্ন রবি আশার সকাল,
যে পেয়েছে জ্ঞান আলো সেই কি বলেনি ভালো
’দুষ্টু এঁড়ের চেয়ে শূন্য গোয়াল’??
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০২০

মন্তব্যসমূহ

  • ভালো
  • Md. Jahangir Hossain ২০/১০/২০২০
    সুন্দর লেখনী।
  • চমৎকার।
  • ফয়জুল মহী ২০/১০/২০২০
    Excellent
 
Quantcast