www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দৃষ্টিভ্রম

দৃষ্টিভ্রম
======================@@@

অনেক অব্দ আগের কথা
দেখেই তারে আম বাগানে,
বলবো ভাবি বিশেষ কিছু
টুনির মতো চুপটি কানে।

পাই কি ভাষা! ভাল্লাগে না
দৃষ্টি গেলো মেঘের খাঁজে,
দল হারা এক ধবল বগি
উড়ছে তখন খোশ মেজাজে।

এই পেয়েছি ‘পরীর মতো
অক্ষি দু’টি পটল চেরা’,
ও রে বাবা! করলে সে রাগ
হবেই কঠিন সন্ধ্যে ফেরা।

আচ্ছা যদি ছন্দে মেলি
’প্রেমের দেবী আফ্রোদিতি’!
আবার ভাবি মান পাবে না
কক্ষনো ছাই গোমড়া স্মৃতি!

বলেই ফেলি তারচে’ ’ও সই’
হোক অবজ্ঞা তীক্ষ্ণ কাঁচি,
হায় পোড়া মন হঠাৎ দেখি
ঘুরছে তো ওর আরশি চাচী!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১১/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast