www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বোশেখ দুপুর

বোশেখ দুপুর
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥

ঘুরছে পাখা মাথার উঁচে
নেইকো তাতে স্বস্তি,
থাকতে শুয়ে বিছনা ধুয়ে
যাচ্ছে লেগে অস্থি।

সূর্য যেন করছে খেলা
আগুন নিয়ে সদ্য,
তাপ গরমে মাঠের পশু
মরবে বুঝি অদ্য।

কুকুর বসে জিভ নাচিয়ে
হাঁপছে হয়ে ক্লান্ত,
পুকুর জলে ডুব গোসলে
মহিষ গরু শান্ত।

ঘরের চালে কাক শালিকে
নেইকো আজি যুদ্ধ,
খোকা খুকুর ঘুম পারাতে
মা বুঝি আজ ক্ষুদ্ধ।

গাছের তলে কৃষক বসে
ভাবছে হয়ে মগ্ন,
হুতোম যেন সজনে ডালে
চলছে গুনে লগ্ন।

হন হনিয়ে পথিক চলে
মাথায় নিয়ে বস্তা,
গঞ্জ হাটে সবজি বুঝি
চলছে দামে সস্তা।

আম পেকেছে গাছের ডালে
হলদে হয়ে বর্ন,
ধানের ক্ষেতে চলছে দুলে
স্বপ্নে ভরা স্বর্ণ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৫/২০২০

মন্তব্যসমূহ

  • অনবদ্য পোস্ট
  • ফয়জুল মহী ১৪/০৫/২০২০
    Osadoron
  • ইসমাইল জসীম ১৪/০৫/২০২০
    খুব ভালো লাগলো। আপনার ছড়াটি। অসংখ্যা ধন্যবাদ।
  • Good thoughts
 
Quantcast