www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রুবাইয়াত-ই-বোরহান (বাসনা ও চাই না হতে)

রুবাইয়াত-ই-বোরহান
=============================@@@

(১) বাসনা

দিলাম সঁপে গোর খুঁড়ে এই সাধের দেহ হাড় পেশী,
দাও বিধি জ্ঞান বিনিময়ে চাই না তাও খুব বেশী!
বাঁধবো ভজে শান যা তোমার ক্ষুদ্র এ’ মোর বাসনা,
রয়েই যাবে নইলে যে শ্বাস আপন ঘরে ভিনদেশী!

(২) চাই না হতে!

বাম পেতে চাম মজলে প্রভু পেয়ে রিপুর আশকারা,
আপন মেনে মুক এ’ হৃদে দিও জ্ঞানের সেই ধারা!
নাও পেলে শেষ এই জনমে তপ্ত সুখের ফের দেখা,
ভুল করে হোক চাই না হতে পরকে বেচার বাটখারা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১০/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast