www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষের কিছু সহজ চরিত্র

এই দেশে কিছু মানুষের খুউব  সহজ চরিত্র এই-

চক্ষু আছে কিন্তু দেখেনা
মাগার তাদের দেখানো হয়

কান আছে কিন্ত শোনেনা
মাগার তাদের শোনানো হয়

মুখ আছে কিন্তু বলেনা
মাগার তাদের বলানো হয়

ঘুস নেয়না
মাগার তাদের ঘুস নেওয়ানোর ব্যাবস্থা হয়

ত্রাণ বিতরন হয়, সরকারির টাকায় সবকিছু  হয়
মাগার ফ্রিতে সাথে ভোটের ক্যাম্পেইনও হয়

বলা হয় পুলিশ, আর্মি আমজনতার এবং দেশের সেবক
মাগার প্রশাসনের একনম্বর দাস ছাড়া কিছু নয়

যে কাজ সবায় বুঝে
মাগার সেই কাজের প্রমান দেয়া নেয়া বড়ই কঠিন।।

এই এক কঠিন জীবন-
এক জীবনে এতো বেদনা লালন করা
এক জীবনে ভালো হওয়া
এক জীবনে  বিপ্লবী হওয়া
এক জীবনে তোমায় পাওয়া।

সব মানুষের অতি সহজ চরিত্র
বদলে যাওয়া। বদলে যাওয়া কি এতই সহজাত?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অর্ক রায়হান ১৪/০৭/২০১৭
    বেশ! কিন্তু মাগার কেন, বিকল্প বাংলা শব্দ হলে ভালো হতো।
    • বিপ্লব চাকমা ১৪/০৭/২০১৭
      কবি, শব্দটা আসলে কতোটা অশালীন জানিনা। তবে আমি ব্যবহার করেছি একান্তভাবে নিজের তৃপ্তির জন্য। অনেকটা ক্রোধ বা গালি হিসেবে ভাব প্রকাশের জন্য।

      হ্যাঁ, বিকল্প চিন্তা করা যেতে পারে কবি। তবে, সাহিত্যে গালির ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়। কারও কারও সাহিত্য অত্যধিক গালির কারণে নিষিদ্ধ করা হয়েছে। সাহিত্যিকদের হাত ধরে আমদানি হয়েছে হরেক রকমের গালি। যেমন, শেক্সপিয়ারের মাধ্যমে ইংরেজি ভাষায় যুক্ত হয়েছে অনেক নতুন গালি। গ্রীক ড্রামা ’লিসিসট্রাটা’ নিষিদ্ধ করা হয়েছিল অতিরিক্ত খোলামেলা ভাষা বা bawdy language ব্যবহারের কারণে। বাংলাসাহিত্যে গালিগালাজের জন্য অভিযুক্ত করা হয়েছে, তসলিমা নাসরিন, হুমায়ূন আজাদসহ অনেককেই (রেফারেন্স-blog.mukto-mona.com)। যাহোক কবি, অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। অনেক শুভেচ্ছা।
  • বাস্তব!
    • বিপ্লব চাকমা ১৪/০৭/২০১৭
      হ্যাঁ কবি।
  • ন্যান্সি দেওয়ান ১৪/০৭/২০১৭
    Hard peom.
    • বিপ্লব চাকমা ১৪/০৭/২০১৭
      কবি, আমার মনে হচ্ছে এটি ইজি কবিতা। মতামতের জন্য ধন্যবাদ।
 
Quantcast