www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয়ের রহস্য

করতে গিয়ে রহস্য ভেদ, তৈরি অগণিত বিভেদ,
প্রনয়কালের শান্তি ফেলে, বিষাদময় করুণ বিচ্ছেদ!
সবই ভুলে অবলিলায়, অনিচ্ছাকৃত অবহেলায়,
সহজ হয়ে কাছে এলে, দিয়ে গেলে কঠিন সময়!

নিজের জীবন নিজের হাতে, ধ্বংস অবহেলার সাথে,
দিনের আলোর অভাব বুঝি, হানা দিলে আঁধার রাতে!
চরম সত্য উচ্চারণে, অনেক গেছে নির্বাসনে,
সততায় সজ্জিত হয়ে, নির্ভীকেরা প্রহর গোনে।

সেই সুদিনের বানী শোনা, আশায় হাজার স্বপ্ন বোনা,
দীর্ঘশ্বাসে ক্লান্তি ঢেকে, অপেক্ষমান আরাধনা।
জড়িয়ে রেখে বাহুডোরে, একলা জাগা প্রতি ভোরে,
আজো তাকে হয়নি চেনা, আপন যে জন ঘুমের ঘোরে!

স্বপ্ন আশা ঢেকে দিলো, উড়ে এসে পথের ধুলো,
নাভিশ্বাসের প্রলয় ঝড়ে, জীবন প্রদীপ নিভে গেলো!
সারাটি রাত স্বপ্ন দেখায়, দিনে চোখের জলে ভাসায়,
আকাঙ্ক্ষাকে সঙ্গী করে, ব্যথী হৃদয় থাকে আশায়!

অন্তর জুড়ে যে ঢেউ ওঠে, স্বপ্ন তাতে পড়ে লুটে,
দূর হতে পাই সুখের ছোঁয়া, কাছে এলে ব্যথাই জোটে!
চাঁদটা হাঁটে আমার সাথে, ধ্রুবতারাও সেই গতিতে,
মন ছুটে যায় অজানাতে, সে রহস্য খুঁজে পেতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast