www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানবতার মুক্তি

বর্ণবাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই,
অধিকার হনন তুচ্ছ ব্যাপার মনে হয় আজকাল।
মাদকব বিরোধী আন্দোলনের নেতাকে আমি দেখেছি,
প্রকাশ্যে নেশাদ্রব্য ব্যবসার সাথে জড়িত থাকতে।

দিনে দেখেছি জনকল্যানের স্বার্থে উৎসর্গ হতে,
আর আঁধার রাতে অস্ত্র ও গোলাবারুদের পসরা সাজাতে।
মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বানিজ্যে মেতে ওঠা ওরা,
নিস্তার দিচ্ছেনা নবজাতক বা মর্গের মৃত লাশটিকেও।

খবরে এসেছে অর্থের পেছনে ছুটতে ছুটতে অসহায় শিশুকে,
পঙ্গু বানিয়ে ভিক্ষাবৃত্তিতে নামাচ্ছে এক শ্রেণীর মানুষ।
বাধ্য করে দেহের বিনিময়ে অর্থোপার্জন অনেক পুরনো,
আপন কাউকে জিম্মি করে মুক্তিপণ দাবি নতুন নয়।

হাজার প্রতিবাদ গড়ে উঠেছে যুগে যুগে ওদের বিরুদ্ধে,
যদি হায়েনা হয় আন্দোলনের প্রধান নেতা।
তবে কি লাভ সে লোক দেখানো জনকল্যাণের বক্তব্যে?
যদি মানুষই মানুষকে শিকার করে সহযোগিতার নামে।

কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই তবুও,
শুধু ভেবে দেখবার অনুরোধ অস্তিত্বের স্থায়িত্ব কতটা।
কেন এতটা বেপরোয়া হতে হবে যেখানে জীবন ক্ষণস্থায়ী,
কেউ কি আমাকে বলবে মানবতার মুক্তি কিসে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast