www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে বাস্তবতা

কল্পনার জগৎ ছেড়ে বেরিয়ে এসো হে বাস্তবতা,
শহরের মেয়েরা অপলক দৃষ্টিতে পথপানে তাকিয়ে আছে।
উৎসাহে উদ্দীপনায় দাঁড়িয়ে আছে নানা রঙের ফুল হাতে,
দীর্ঘ প্রতীক্ষায় পবিত্রতম তোমাকে বরণ করবে বলে।

মিথ্যায় ঢাকা রক্তাক্ত রাজপথ জুড়ে লাল গালিচা বিছিয়ে,
উৎসুক সারাটা শহর আজ শুধুমাত্র তোমার অপেক্ষায়।
যন্ত্রণা ঘোচাতে তুমি আসবে বলে প্রকৃতিও সেজেছে,
নিজের মত করে নতুন রূপে উর্বশী বসন্তের সাজে।

তুমি এসো তথাকথিত ধর্ম প্রেরণার কুসংস্কার ভেঙে,
আধুনিকতার ভ্রান্তমত আর অশ্লীলতার গ্লানি ধুয়ে।
সংকীর্ণতায় অবরুদ্ধ বিচক্ষণতার অবসান ঘটাতে,
শহর জুড়ে ছুটি ঘোষিত হয়েছে তোমার আগমনী বার্তায়।

এসো প্রতিবন্ধকতার শিকল ছিঁড়ে প্রতিহিংসার রুদ্ধদ্বার খুলে,
তোমার আগমন ধ্বনিতে মহা উল্লাসে মেতেছে শহর।
অনাচারে কারারুদ্ধ আর ভয়ংকর অত্যাচারে জর্জরিত
মহাবিশ্বের প্রতিটা অধিকারহারা প্রাণ চেয়ে আছে তোমার পথপানে।

হে বাস্তবতা! তুমি এসো চিরশান্তির বার্তা নিয়ে,
কাল্পনিক অবস্থান থেকে সরে সত্যি হয়ে অমানবিকতার শহরে।
দুঃখ কষ্ট বেদনাকে চিরতরে দূরীভূত করতে,
প্রতিহিংসায় ডুবন্ত শহরের মুখে এক চিলতে হাসি ফোটাতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দেবকুমার দাস ২১/০৫/২০১৮
    ভালো লাগলো। শুভেচ্ছা
  • তরুণ কান্তি ২১/০৫/২০১৮
    সুন্দর প্রকাশ ।
  • চমক............
  • ছেড়ে , ঘোচাতে , উদ্দীপনা , রূপে , ভেঙে , হাসি , ফোটাতে --- হলো কি ! ! ভীষন বকবো ॥
    • বকুনি তো সাধারণ ব্যাপার।
      পিটুনি খেয়েও যেটা ঠিক হয়নি তা আর হবার নয়।
      অনেক ধন্যবাদ আপনাকে।
      ধন্য আমি আপনার মত একজন শুভাকাঙ্ক্ষী পেয়ে।
      ভালো থাকবেন।
  • আবু সাইদ লিপু ২১/০৫/২০১৮
    শান্তি চাই।
  • দারুন লিখেছেন
 
Quantcast